”এত ঔদ্ধত্য ভাল নয়!” মঞ্চের তরজা গড়াল ফেসবুক লাইভে, জোজো-পৌষালীর মধ্যে ঠিক কী ঘটেছিল?

November 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:১০: ১ নভেম্বর বিজয়গড়ে উদয়চক্র ক্লাবের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন দুই প্রখ্যাত শিল্পী জোজো মুখোপাধ্যায় ও পৌষালী বন্দ্যোপাধ্যায়। প্রথমে পৌষালীর পারফরম্যান্স তারপর জোজোর। দুই পক্ষেরই সাউন্ড চেকিং হয়ে গিয়েছে। মিস জোজোর পারফর্ম যেহেতু দ্বিতীয়ভাগে ছিল তাই নিয়মমতো অনুষ্ঠান শুরুর আগেই যাবতীয় সরঞ্জাম-ড্রাম স্টেজে সাজিয়ে রাখা হয়। উল্লেখ্য, পৌষালীর ড্রাম ছিল না। জোজোর টিমের সদস্যরা যখন মিউজিক সিস্টেম সাজিয়ে পাশের একটি হোটেলে খেতে যায় তখন নাকি স্টেজে সাজানো ড্রামগুলো পৌষালীর টিম সরিয়ে দেয়।

শনিবার রাতেই ফেসবুক লাইভে জোজো জানান, তাঁদের বাদ্যযন্ত্র অনুমতি ছাড়াই মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর কণ্ঠে স্পষ্ট রাগ ও অপমানবোধ। জোজো বলেন।“আমাদের টিম সময়মতো পৌঁছেছিল, সব কিছু গুছিয়ে রেখেছিল। কিন্তু পরে দেখি, আমাদের ইন্সট্রুমেন্ট সরিয়ে অন্য দলের সেটআপ বসানো হয়েছে। এটা শুধু অপমান নয়, শিল্পীর মর্যাদারও অবমূল্যায়ন।”

অপরদিকে, রবিবার সকালে পৌষালী একটি ভিডিও করে জানান যে “জোজো দি পুরো ঘটনাটা না জেনেই রাগ প্রকাশ করছেন। তিনি জোজো দি কে ভীষণ সম্মান করেন। জোজো দির থেকে তিনি অনেক জুনিয়র, কিন্তু সত্যি বলার অধিকার সকলের আছে”।

এই নিয়ে নেটমাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, “জোজোদি ঠিক বলেছেন, সিনিয়র শিল্পীদের মর্যাদা দেওয়া জরুরি।” আবার কেউ মন্তব্য করেছেন, “পৌষালী খুব সংযতভাবে কথা বলেছেন, এটা নিছকই ভুল বোঝাবুঝি।” দু’জনের পক্ষেই যেমন সমর্থন বাড়ছে, তেমনি অনেকেই অনুরোধ করছেন—“দু’জনেই খুব গুনি শিল্পী, সোশ্যাল মিডিয়ায় এইভাবে কাদা ছোড়াছুড়ি না করে নিজেরা আলাদা কথা বলে সবকিছু মিটিয়ে নিক। এই নিয়ে নেটমাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, “জোজোদি ঠিক বলেছেন, সিনিয়র শিল্পীদের মর্যাদা দেওয়া জরুরি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen