বাঙালির চতুর্দশ পার্বণের ঢাকে কাঠি! ঘোষিত হল ৪৯তম কলকাতা বইমেলার থিম কান্ট্রির নাম

November 3, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২২: বাঙালির চতুর্দশ পার্বণ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata Book Fair) কাঠে পড়ল কাঠি। সোমবার দ্য পার্ক হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। ৪৯তম কলকাতা বইমেলার থিম কান্ট্রির লোগো প্রকাশ করলেন গিল্ডের কর্তারা। এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা।

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২২ জানুয়ারি বই মেলার উদ্বোধন হবে। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণেই বইমেলা হবে। বইমেলার লোগো উদ্বোধন হল এদিন। সাংবাদিক বৈঠক থেকে জানানো হয় এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা।

দ্য পার্ক হোটেলের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে। কলকাতার আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা এদিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রথম থিম কান্ট্রি হিসাবে থাকছে আর্জেন্টিনা। বিগত বছরের মতো এবারও বইমেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen