‘জোট বাঁধো, বাঁধ ভাঙো’, নিজের লেখা গান ও সুরে SIR বিরোধী মহামিছিলে অংশগ্রহণের আহ্বান মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২২: ২৬শের নির্বাচনের প্রাক্কালে এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। এবার এই ইস্যুতে রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। তার ঠিক আগের দিন, দলের অবস্থান ও বার্তা জনতার কাছে পৌঁছে দিতে এক বিশেষ গান রচনা করলেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সোমবার বিকেলে নিজের সুরে তৈরি করা গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, “আগামীকালের মিছিলের প্রেক্ষিতে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে এই গানটি শুনুন। এটি আমি লিখেছি ও সুর করেছি, গেয়েছেন ইন্দ্রনীল সেন।” গানের মাধ্যমে বিজেপির (BJP) বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান বলে মনে করা হচ্ছে।
কালকের মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন। গেয়েছেন ইন্দ্রনীল সেন। pic.twitter.com/2esupdv5JE
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2025
৪ নভেম্বর ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মিছিলে অংশ নেবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরসহ বহু কর্মী-সমর্থক।
নির্বাচন কমিশন (election commission of india) বাংলা-সহ ১২টি রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে। তৃণমূলের (TMC) আশঙ্কা, এই প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের (Voter) নাম বাদ পড়তে পারে।
দলীয় নেতাদের অভিযোগ, এটি বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। জনতাকে সতর্ক করতে এবং সহায়তা দিতে রাজ্যজুড়ে ৬২০০টি হেল্পডেস্ক (Helpdesk) চালু করছে তৃণমূল, যা চলবে এক মাস ধরে। বিএলএ-দের (BLA) সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।