SIR ইস্যুতে দিল্লি অভিযানের ডাক অভিষেকের, BJP-কে বাংলায় ‘শূন্য’ করার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৭: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হওয়া আতঙ্কের আবহ। এবার দিল্লি অভিযানের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মঞ্চ থেকে তিনি বলেন, “জয় বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া বিজেপি সরকারকে জবাব দিতে বাংলার মানুষ দিল্লি যাবে।”
মঞ্চ থেকে বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, “২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এটা বিজেপিকে বাংলায় শূন্য করার লড়াই। যাঁরা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো ব্যবহার করেছে, তাঁদের শূন্য করতেই হবে।”
SIR প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের (Voter) নাম বাদ যাওয়ার আশঙ্কা তুলে ধরে অভিষেক বলেন, “আগে মানুষ সরকার নির্বাচন করত, আর এখন সরকার ঠিক করছে কে ভোট দিতে পারবে আর কে পারবে না! এটা আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও ভোটাধিকার রক্ষা করব।”
তিনি আরও বলেন, “একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলেও বাংলা জবাব দেবে। সোনালি বিবির মতো গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাঁর পরিবারের ছয়জনের নাম ভোটার তালিকায় রয়েছে। বাংলা এই বঞ্চনা ভুলবে না।”
মাত্র দু’দিন আগে মিছিলের ঘোষণা সত্ত্বেও বিপুল জনসমাগম দেখে অভিষেক বলেন, “এই সমর্থন যদি দু’দিনে হয়, তাহলে দিল্লিতে গিয়ে আমরা কী করতে পারি, তা বিজেপির (BJP) বন্ধুরা ভেবে দেখুন।” এরপর জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, “আপনারা কি দিল্লি যেতে প্রস্তুত?”- উত্তরে জনতার সমস্বরে ‘হ্যাঁ’ ধ্বনি ওঠে।
রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পৌঁছায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিলে অংশ নেন দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, কর্মী এবং SIR আতঙ্কে প্রাণ হারানোদের পরিবারের সদস্যরাও। তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক।
তৃণমূলের (TMC) দাবি, গত সাত দিনে SIR আতঙ্কে রাজ্যে সাতজন আত্মঘাতী হয়েছেন। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, “এই মৃত্যুর দায় বিজেপির। বাংলার মানুষ এই অন্যায়ের জবাব দেবে।”