“একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে BJP সরকার ভেঙে ছাড়ব”, SIR ইস্যুতে মোদী সরকারকে হুঁশিয়ারি মমতার

November 4, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.১০: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই আধার ইস্যুতে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোর প্রতিবাদ মঞ্চ থেকে তিনি বলেন, “যখন যা ইচ্ছা তাই করছে। একবার এল, নোটবন্দি করে দিল। আমি প্রথম প্রতিবাদ করেছিলাম। তখন বলেছিল কালো টাকা ফিরিয়ে আনবে। এখন বলুন তো, কালো টাকা ফিরেছে? উল্টে LIC-এর টাকাও চলে গেল।” তিনি আরও বলেন, “একজনের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি সরকার ভেঙে ছাড়ব।”

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “সবার থেকে ১০০০ টাকা করে নিয়ে আধার কার্ড করিয়েছে সরকার। আর এখন বলছে SIR-এ আধার চলবে না! তাহলে এই টাকা আদায় করে কী করল? এটা তো চুরি। অথচ আধার ছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাবে না। আর কত কার্ড করাবে?”

SIR ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মমতা বলেন, “যে যেখানে কাজ করতে যাচ্ছে, সবাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই মূর্খদের মাথায় কিছু নেই। স্বাধীনতা আন্দোলনের সময়ে কোথায় ছিল বিজেপি? তাই তাঁরা জানবে কী করে স্বাধীনতার ইতিহাস! ১৯৪৭ সালের আগে ভারত-পাকিস্তান-বাংলাদেশ একসঙ্গে ছিল। বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় না।”

তিনি আরও বলেন, “এখন সবাই ভাবছে, আমার নামটা আছে তো? আমার নামটা বাদ যাবে না তো?”- এই আশঙ্কাই এখন ঘিরে ধরেছে সাধারণ মানুষকে।

২০২৬শে বাংলার ভোটে বিজেপির ষড়যন্ত্রের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ,‘বাংলার উপর ওদের খুব রাগ। এখন ভাবছে ১-২ কোটিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই। অথবা বাংলাদেশে ছেড়ে দিই। তা হলে ক্ষমতা দখল করতে পারব। ১-২ কোটি ভোট কাটার কথা ভাবছে।’

বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “২০২৪ সালে জিতত না, তাই কমিশন পার্সেন্টেজ বাড়িয়ে দিল। ওরা জানে মানুষের ভোটে জিতবে না, তাই ঘোঁট করবে। এজেন্সির মাধ্যমে ভুয়ো খবর ছড়াচ্ছে বিজেপি।”

তিনি নাম না করে বলেন, “কোন বাবু নাম করে বলব না। আমি চেয়ারটাকে সম্মান করি, কিন্তু দালালি করারও একটা সীমা আছে। আপনারা তো অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন।”

জোড়াসাঁকোর প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, আধার, SIR, কিংবা ভোটাধিকার- কোনও ক্ষেত্রেই মানুষের অধিকার খর্ব করতে দেওয়া হবে না। সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen