SIR পর্যালোচনা, ট্রাম্প শুনানি ও নতুন নিম্নচাপে নজর আজ সারাদিন

November 5, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০:

এসআইআর পর্যালোচনা শুরু উত্তরবঙ্গে:
রাজ্যে এসআইআরের দ্বিতীয় দিনে আজ আসছেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ প্রতিনিধিদল। ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশীর নেতৃত্বে এই দল শুক্রবার পর্যন্ত রাজ্যে থাকবেন। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বুথ লেভেল অফিসারদের কাজ খতিয়ে দেখা হবে।

বিশ্বজয়ী নারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ:
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছে দেশ। আজ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন হরমনপ্রীত কৌর এবং তাঁর সহ-খেলোয়াড়েরা। সাক্ষাতের পর খেলোয়াড়েরা ফিরবেন নিজ নিজ রাজ্যে।

আমেরিকায় আলোচনার কেন্দ্র ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি:
ডোনাল্ড ট্রাম্পের আরোপিত আন্তর্জাতিক শুল্ককে বেআইনি বলেছিল নিউ ইয়র্ক আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসন এখন সুপ্রিম কোর্টে। আজ আমেরিকার শীর্ষ আদালতে এই মামলার শুনানি—বৈশ্বিক অর্থনীতির দৃষ্টি আজ সেদিকেই।

টি-টোয়েন্টি সিরিজে নজর:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর পর আত্মবিশ্বাসে ভরপুর সূর্যকুমার যাদবের দল। চতুর্থ ম্যাচ বৃহস্পতিবার। এর আগে দলে ফিরেছেন কুলদীপ যাদব, অন্যদিকে পরিবর্তন এসেছে অজি শিবিরেও।

নতুন নিম্নচাপের ইঙ্গিত:
ঘূর্ণিঝড় মোন্থার পর ফের দেখা দিয়েছে নতুন নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা সুস্পষ্ট নিম্নচাপে রূপ নেবে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।

মহিলা প্রিমিয়ার লিগে রিটেনশন ডেডলাইন ঘনাচ্ছে:
এক দিনের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের ক্রিকেটে উচ্ছ্বাস তুঙ্গে। বুধবারের মধ্যেই ডব্লিউপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানাতে হবে, কারা থাকছেন দলে আর কারা বাদ। আগামী মরসুমের জন্য খেলোয়াড় বাছাই নিয়েও জল্পনা তুঙ্গে।

দুবাইয়ে এশিয়া কাপ ট্রফি বিতর্ক নিষ্পত্তির সম্ভাবনা:
আজ থেকে শুরু হচ্ছে চার দিনের বৈঠক, যেখানে থাকতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এশিয়া কাপ ট্রফি বিতর্কের অবসান ঘটতে পারে এখানেই। সূর্যকুমারদের দল চ্যাম্পিয়ন হলেও এখনও হাতে ওঠেনি ট্রফি—এই বৈঠকেই মিলতে পারে সমাধান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen