জিতে গেল ভালবাসা, রিয়া-রাখির বিয়ের সাক্ষী থাকল সুন্দরবন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: এক অন্য রকম বিয়ের সাক্ষী থাকল সুন্দরবন (Sundarban)। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার রিয়া সর্দার এবং কুলতলির বকুলতলার বাসিন্দা রাখি নস্কর বিবাহবন্ধনে বাঁধা পড়লেন। স্থানীয় এক ক্লাব কর্তৃপক্ষের সাহায্যে মন্দিরে বিয়ে করলেন তাঁরা। রিয়া-রাখিদের মতে, জীবনের পথে চলতে গেলে ভালবাসাই আসল।
রিয়া খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছিলেন। অন্যদিকে, যৌথ পরিবারে বড় হয়েছেন রাখি। দু’জনই পেশায় নৃত্যশিল্পী। ফোনে তাঁদের পরিচয় হয়। তারপর বন্ধুত্ব এবং প্রেম। দুই যুবতী সিদ্ধান্ত নেন তাঁরা একসঙ্গে থাকবেন। তাঁরা জানতেন, বাধা আসবে। একসঙ্গে থাকার লড়াই থেকে তাঁরা সরেননি। মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়লেন সুন্দরবনের দুই যুবতী।
সম্পর্কের কথা বাড়িতে কেউ মেনে নেননি তাই বাড়ি ছেড়ে রাখীর বাড়িতে গিয়ে ওঠেন রিয়া। রাখীর পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে দুই যুবতীর বিয়ের আয়োজন করা হয় স্থানীয় এক মন্দিরে। তারপর মালাবদল করে নতুন জীবন শুরু করলেন রিয়া ও রাখী।