প্রয়াত হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান শিল্পপতি গোপীচাঁদ পরমানন্দ হিন্দুজা

November 5, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৪:  প্রয়াত হলেন হিন্দুজা গোষ্ঠীর (Hinduja Group) চেয়ারম্যান গোপীচাঁদ পরমানন্দ হিন্দুজা (Gopichand P Hinduja)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। পরমানন্দ হিন্দুজার চার ছেলের মধ্যে দ্বিতীয় ছিলেন গোপীচাঁদ। বড় ভাই শ্রীচাঁদ হিন্দুজা ২০২৩ সালে প্রয়াত হন। অন্য দুই ভাই হলেন প্রকাশ হিন্দুজা এবং অশোক হিন্দুজা।

একদা গোপীচাঁদ হিন্দুজা টানা সাত বছর ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ১৯৪০ সালে ভারতে জন্ম। হিন্দুজা অটোমোটিভ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন তিনি। গোপীচাঁদ হিন্দুজা ১৯৫৯ সালে মুম্বইয়ের জয় হিন্দ কলেজ থেকে স্নাতক হন। তারপর ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টর অফ ল ডিগ্রি অর্জন করেন।

হিন্দুজা গ্রুপের একাধিক ব্যবসা রয়েছে, যার মধ্যে রয়েছে অটোমোটিভ, ব্যাঙ্কিং, ফিনান্স, আইটি, স্বাস্থ্য পরিষেবা, রিয়েল এস্টেট, বিদ্যুৎ, মিডিয়া এবং বিনোদন। অশোক লেল্যান্ড, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এনএক্সটিডিজিটাল লিমিটেড তাদেরই সংস্থা। হিন্দুজা গোষ্ঠীর চেয়ারম্যান পদে আসীন ছিলেন গোপীচাঁদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen