রাজ্যে থামছেই SIR-NRC আতঙ্কে মৃত্যু! এবার আত্মঘাতী ভাঙড়ের যুবক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫১: SIR ও NRC নিয়ে আতঙ্কের আবহে ফের আত্মহত্যা। রাজ্যে এই নিয়ে প্রাণগেল নয় জনের। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে নিজের বাড়ি থেকে উদ্ধার হল রফিক গাজি (Rafiq Gazi) নামে এক যুবকের মৃতদেহ। পরিবার ও প্রতিবেশীদের দাবি, সম্প্রতি SIR ও NRC সংক্রান্ত বিভ্রান্তি ও ভয় থেকেই চরম সিদ্ধান্ত নিয়েছেন রফিক।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
রাজ্যে SIR চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। NRC-এর স্মৃতি এখনও অনেকের মনে তাজা। এই দুই বিষয়কে ঘিরে আতঙ্কে ভুগছেন বহু মানুষ। অভিযোগ, এই আতঙ্কের ফলেই ইতিমধ্যে কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
তৃণমূল কংগ্রেস (TMC) ইতিমধ্যে দাবি করেছে, বিজেপির ‘ষড়যন্ত্রমূলক’ পদক্ষেপের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, একজনেরও নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে এবং তৃণমূলের লিগাল সেল (Trinamool Congress Legal Cell) পাশে থাকবে।