SIR in Bengal: আতঙ্ক নয়, আইনি সহায়তা প্রদানে দশদিনের কর্মসূচি তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৫: SIR নিয়ে তৈরি আতঙ্কের জেরে রাজ্যে এখনও পর্যন্ত আট জনের প্রাণহানি হয়েছে। এই আবহে এবার SIR-র প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেসের লিগাল সেল (Trinamool Congress Legal Cell)। বিজেপির ‘ষড়যন্ত্রমূলক’ পদক্ষেপের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এবং আইনি সহায়তা পৌঁছে দিতে রাজ্যজুড়ে দশদিনব্যাপী জনসভার আয়োজন করছে তৃণমূলের লিগাল সেল। বিশেষ নজর থাকবে উত্তরবঙ্গ (North Bengal) এবং শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur)।
১১ নভেম্বর কলকাতায় (Kolkata) কর্মসূচির সূচনা হবে। ওইদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) নেতৃত্বে একটি মিছিল বের হবে, যার পর দুপুর ৩টেয় ডোরিনা ক্রসিংয়ে অনুষ্ঠিত হবে জনসভা। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জনসভা (Public meeting) করবে লিগাল সেল।
জোড়াসাঁকোর সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আশ্বস্ত করেছেন, “চিন্তার কোনও কারণ নেই। তৃণমূলের লিগাল সেল পাশে থাকবে। একজনেরও নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে।” আতঙ্ক কাটাতে এবং বিভ্রান্তি দূর করতে জনসাধারণকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ।
প্রায় ১০ দিন আগে রাজ্যে চালু হয়েছে SIR। ট্রেনিং শেষে বিএলওরা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। কিন্তু ফর্ম পূরণে ভুল হলে কী হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ উঠেছে, এই আতঙ্কে আট জন আত্মহত্যাও করেছেন। তৃণমূলের দাবি, বিজেপির ষড়যন্ত্রের ফলেই এই পরিস্থিতি।
তৃণমূলের লিগাল সেল (Aitc Legal Cell) জানিয়েছে, পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে জনসভা করা হবে। কারণ, এই অঞ্চলে আতঙ্কের প্রভাব তুলনামূলকভাবে বেশি।