Goa vs Ronaldo: রিয়াধে আজ ভারত-সৌদি সংঘর্ষে নজর পুরো দেশের

November 5, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৩:  বুধবার (৫ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এর গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের রিয়াধে মুখোমুখি হতে চলেছে ভারতের প্রতিনিধিত্বকারী এফসি গোয়া এবং সৌদি জায়ান্ট আল নাসের। সৌদি সংবাদমাধ্যম আল রিয়াদিয়াহ জানিয়েছে, আল নাসেরের স্কোয়াডে ফিরেছেন বিশ্বের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোয়ায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে বিশ্রামে ছিলেন পর্তুগিজ এই কিংবদন্তি, কিন্তু এবার তাঁর নাম স্কোয়াডে থাকায় ভারতীয় ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে।

আল নাসের বর্তমানে গ্রুপ ‘ডি’-এর শীর্ষে রয়েছে। সম্প্রতি তারা কিংস কাপ থেকে আল ইত্তিহাদের কাছে হেরে গেলেও, লিগে আল ফাইহার বিপক্ষে পেনাল্টি গোলে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তবে কোচ হোর্হে জেসুস রোনাল্ডোকে প্রথম একাদশে রাখবেন কি না, তা এখনো অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, তিনি ম্যাচের পরের দিকে বিকল্প হিসেবে মাঠে নামতে পারেন।

অন্যদিকে, মনোলো মার্কেজের নেতৃত্বে এফসি গোয়া নিজেদের ফর্মের চূড়ায় রয়েছে। সুপার কাপ ২০২৫–এর শেষ তিন ম্যাচের মধ্যে দুটি জিতে তারা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। সেই জয়ের ধারাকে এবার মহাদেশীয় মঞ্চে টেনে আনতে চাইছে গোয়া ব্রিগেড।

প্রথম লেগে ব্রাইসন ফার্নান্দেজ ইতিহাস গড়েছিলেন—এফসি গোয়ার হয়ে এবং ভারতের ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গোল করেছিলেন তিনি। যদিও ম্যাচটি গোয়া ১-২ ব্যবধানে হারে, তবুও তাদের লড়াকু পারফরম্যান্স নজর কেড়েছিল সবার। এবার রিয়াধে ফিরতি লেগে সাদিও মানে ও জোয়াও ফেলিক্সের মতো তারকারা আল নাসরের আক্রমণভাগে থাকবেন, আর এফসি গোয়া চাইবে সেই তারকাবহুল দলকে হারিয়ে ইতিহাসের আরেক অধ্যায় রচনা করতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen