শিলিগুড়ির কলেজ মাঠ থেকেই শুরু, কেমন ছিল বিশ্বজয়ী রিচার সফর?
November 5, 2025
|
< 1 min read
Published by: Ritam

ছোটবেলায় বড় লাজুক ছিলেন রিচা।তবে খেলার প্রতি তাঁর একাগ্রতায় কখনও ঘাটতি ছিল না। রিচা যখন তাঁর ছোটবেলার ক্যাম্পে যোগ দেয়, তখন সেই ক্যাম্পে একমাত্র রিচাই ছিল মেয়ে। প্রথমে বোলার হিসেবে শুরু করলেও কোচের নজরে পড়ে যায় ওর দ্রুততা ও রিফ্লেক্স। রিচার ছোট বেলার কোচ এই তাকে প্রথম উইকেট কিপার হওয়ার পরামর্শ দেন।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি শিলিগুড়ির রিচাকে। অনূর্ধ্ব-১২ থেকে শুরু করে অনূর্ধ্ব-১৭, তারপর সরাসরি বাংলা দল। মাত্র ১২ বছর বয়সেই রাজ্য দলে সুযোগ পায় সে। হায়দরাবাদের এক ম্যাচে ৪৮ রান করে ভারতের তৎকালীন কোচ ডব্লিউ ভি রমনের নজরে আসে। পরে ঝুলন গোস্বামীরও সমর্থন পায় সে।
আজও সুযোগ পেলেই ফিরে আসেন রিচা নিজের ছোটবেলার মাটিতে, সেই পুরনো কলেজ মাঠে। রিচকে দেখেই এখন বহু ভবিষ্যতের রিচারা দেশের জার্সিতে খেলার স্বপ্ন বুনছে।