MLA টিকিটের টোপে ‘তোলাবাজি’-র অভিযোগ, প্রতারিত বহু, ২৬শের আগে তুষের আগুনে বঙ্গ বিজেপি?

November 5, 2025 | 2 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪:  বছর ঘুরলেই বাংলায় শুরু হবে ভোটের মরসুম। তার আগে বঙ্গ বিজেপিতে (Bengal BJP) উঠেছে ২০২৬-এর বিধানসভা টিকিট নিয়ে তোলাবাজির অভিযোগ। দাবি করা হয়েছে, দল যে দুই ভোট কৌশল সংস্থাকে নির্বাচন প্রস্তুতির দায়িত্ব দিয়েছে, তাদেরই একাংশ নেতৃত্ব ও কর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নিশ্চিত প্রার্থী হ‌ওয়ার জন্য টিকিটের প্রতিশ্রুতি দিচ্ছে।

অভিযোগে সরব হয়েছেন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কয়েকজন বিজেপি (BJP) পদাধিকারী। তাঁদের কথায়, সংস্থার প্রতিনিধি পরিচয়ে কয়েকজন নেতা-কর্মীর কাছে সরাসরি বলা হয়েছিল দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে এবং সেই ভিত্তিতেই টিকিট ঘোষণা হবে। ‘কনফার্মড টিকিট’-র প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিজেপি (BJP) সূত্রে জানা গেছে, কয়েকজন টিকিট প্রত্যাশী টাকা ফেরত চাইতে গিয়ে বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। তাঁদের বক্তব্য, এসআইআর (SIR) ও সিএএ (CAA) ঘিরে চাপ, সংগঠনে অনিশ্চয়তা আর ভোটের আগে উপযুক্ত পরিবেশ না থাকায় নেতাদের একাংশ উপলব্ধি করেন প্রার্থী পদ পাওয়া কঠিন। তখনই ফেরতের দাবি তুললে সংস্থা সাফ জানিয়ে দেয় টাকা আর পাওয়া যাবে না। অভিযোগ জমা পড়েছে রাজ্য বিজেপির শীর্ষস্তরে।

বিজেপির এক নেতা বলেন, ২০২১ সালের নির্বাচনের (2021 WB Election) আগে যোগদান মেলার সময়ও বহু নতুন মুখকে টাকা নিয়ে টিকিট দেওয়া হয়েছিল। এবার বেসরকারি সংস্থার মাধ্যমে একই কাজ হচ্ছে। তাঁর দাবি, রাজ্য নেতৃত্বকে উপেক্ষা করে বাইরে থেকে আসা নেতারা সংগঠন চালাচ্ছেন। পর্যবেক্ষক সুনীল বনসাল (Sunil Bansal) নিয়মিত কলকাতায় (Kolkata) না থাকায় উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে আসা কে কে উপাধ্যায় (KK Upadhyay) কার্যত সব সিদ্ধান্ত নিচ্ছেন।

সাংগঠনিক শীর্ষস্তর সূত্রে জানা যায়, দলীয় কর্মীদের সতর্ক করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখছে রাজ্য নেতৃত্ব। তবে বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, সত্যিই কি দলের অন্দরে তোলাবাজির কোনও খোঁজ রাখেন না রাজ বিজেপি নেতৃত্ব? না কি তুষের আগুনে জ্বলছে বঙ্গ বিজেপির সংগঠন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen