এশিয়ান কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, মোহনবাগনের কেউ নেই স্কোয়াডে!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৪: ৫ নভেম্বর, ২০২৫ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) আনুষ্ঠানিকভাবে ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ খালিদ জামিল নভেম্বরে আসন্ন FIFA আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোকে সামনে রেখে ২৩ জন সম্ভাব্য ফুটবলারের নাম ঘোষণা করলো।
আগামী ১৮ নভেম্বর ঢাকার ঐতিহ্যবাহী ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে AFC Asian Cup 2027 ফাইনাল রাউন্ডের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ভারত। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ব্লু টাইগার্স শিবির। ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন শিবির শুরু হবে, এরপর ১৫ নভেম্বর দলটি ঢাকায় রওনা দেবে।
ঘোষিত স্কোয়াডে বেশ কয়েকটি তরুণ মুখ সুযোগ পেয়েছে। বিশেষ করে নজর কেড়েছে মোহাম্মদ সানানের নাম, যিনি এই সপ্তাহেই জাতীয় U23 দলে ডাক পাওয়ার পর এবার সিনিয়র স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন।
দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি এবং সাহিল। ডিফেন্সে থাকছেন আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, সন্দেশ ঝিংগানসহ আরও অনেকে। মিডফিল্ডে সুরেশ সিং ওয়াংজাম, আশিক কুরুনিয়ান ও মহেশ সিং নওরেমের মতো অভিজ্ঞ নামের সঙ্গে আছেন তরুণ ব্রাইসন ফার্নান্দেস ও নিখিল প্রভুর মতো প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। ফরোয়ার্ড লাইনে আক্রমণের ভরসা হবেন লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি ও বিক্রম প্রতাপ সিং।
দলের অভিজ্ঞ স্ট্রাইকার সুনীল ছেত্রী সহ মোহনবাগানের এক জন প্লেয়ারকেও এই শিবিরে ডাকা হয়নি।
কোচ খালিদ জামিল জানিয়েছেন, “আমরা এমন একটি দল তৈরি করছি যারা শুধু অভিজ্ঞতায় নয়, উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি আমাদের পরবর্তী ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ভারতীয় ফুটবলের সমর্থকদের এখন চোখ ১৮ নভেম্বরের ম্যাচের দিকে।