ছাব্বিশের ভোটে বিরাট ধাক্কার আশঙ্কা? CAA ইস্যুতে বঙ্গ বিজেপিকে সতর্কবার্তা বনসলের

November 5, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: সিএএ (CAA) নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপিকে (West Bengal BJP) নতুন বার্তা দিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল (Sunil Bansal)। তাঁর স্পষ্ট নির্দেশ, নাগরিকত্বের আবেদন (Citizenship Application) নিয়ে কাউকে জোর করা যাবে না, বরং সচেতন করতে হবে।

বাংলাদেশ (Bangladesh) থেকে শরণার্থী (Refugee) হিসেবে ভারতে আসা মানুষদের নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার জন্য গত দেড় বছর ধরে সক্রিয় ভূমিকা নিয়েছে বিজেপি (BJP)। sir (special intensive revision) প্রক্রিয়া শুরুর আগে থেকেই রাজ্যে ‘সিএএ সহায়তা শিবির’ খুলে তৎপরতা বাড়িয়েছে দল। তবে এই উদ্যোগের বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমেছে তৃণমূল (TMC), যা উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি বিজেপির।

১ নভেম্বর কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বনসল (Sunil Bansal) এসআইআর (SIR), সিএএ (CAA) এবং বুথ সশক্তিকরণ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠীগুলিকে একত্রিত করেন। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং নির্বাচন সহ-প্রভারী বিপ্লব দেব। বৈঠকে বনসল স্পষ্ট করে দেন, যাঁরা আবেদন করতে চান, তাঁদের সহায়তা করুন। যাঁরা চান না, তাঁদের জোর করা যাবে না।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৪ নভেম্বরের মিছিলের মঞ্চ থেকে মতুয়া সম্প্রদায়কে সতর্ক করে বলেন, ‘‘বিজেপির ফাঁদে পা দেবেন না। তা হলে অসমের ১২ লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে।’’

এই পরিস্থিতিতে বিজেপির (BJP) অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছিল, তৃণমূলের চেয়ে জোরালো প্রচারে নামা উচিত কি না। কিন্তু বনসলের মত, অতিরিক্ত চাপ সৃষ্টি না করে শুধু সুফলের দিকটি তুলে ধরাই যথেষ্ট।

বিজেপি (BJP) সূত্রে খবর, বনসলের বক্তব্য, নাগরিকত্বের আবেদন করতে ইচ্ছুকদের পাশে দাঁড়ান, কিন্তু যাঁরা অনিচ্ছুক, তাঁদের সিদ্ধান্তকে সম্মান করুন। এই নীতিই এখন রাজ্য বিজেপির কৌশল।

রাজ্য নেতাদের মতে, যাঁরা বিজেপিকে বিশ্বাস করেন, তাঁরা আবেদন করবেনই। যাঁরা করেন না, তাঁদের ভোটার তালিকা (Voter List) থেকে বাদ পড়লেও বিজেপির রাজনৈতিক ক্ষতি হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen