নিয়ম মেনে বুধবার SIR ফর্ম নিলেন ভবানীপুরের ‘ভোটার মমতা’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১২: SIR নিয়ে রাজ্যজুড়ে বিতর্কের মাঝেই বুধবার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল ভবানীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের (Kalighat) বাসভবনে পৌঁছলেন নির্বাচন কমিশনের বুথ স্তরের অফিসার (BLO)। আর মুখ্যমন্ত্রী নিজেই তাঁর হাতে গ্রহণ করলেন ‘এনুমারেশন ফর্ম’ (Enumeration Form)।
বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত BLO অমিতকুমার রায় পৌঁছান মুখ্যমন্ত্রীর বাসভবনে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতেই পুলিশ কর্তব্যরত আধিকারিকেরা BLO-কে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। BLO নিজের পরিচয়পত্র দেখিয়ে জানান, তিনি ভোটারদের ফর্ম (Voter Form) দিতে এসেছেন। প্রথমে তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, বলা হয় ফর্ম পুলিশকর্মীদের হাতে দিতে হবে। কিন্তু BLO অমিত নিয়মের কথা তুলে ধরে জানান, ভোটার তালিকায় (Voter List) নাম থাকা ব্যক্তিকেই সরাসরি ফর্ম দিতে হয়। মুখ্যমন্ত্রী হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একজন ভোটার, তাই তিনি অন্য কারও হাতে ফর্ম দেবেন না।
বাক্যবিনিময়ের পর পুলিশ আধিকারিকেরা BLO-কে ভিতরে যাওয়ার অনুমতি দেন, তবে শর্ত ছিল, ব্যাগ ও মোবাইল বাইরে রেখে যেতে হবে। সেই নিয়ম মেনে ভিতরে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে ফর্ম তুলে দেন BLO। মমতা জানান, ফর্ম পূরণ করে তাঁর দপ্তর থেকে BLO-কে জানানো হবে, যাতে তিনি এসে তা সংগ্রহ করতে পারেন। প্রশাসনিক নিয়ম মেনেই মুখ্যমন্ত্রী নিজেও একজন সাধারণ ভোটারের মতোই ফর্ম গ্রহণ করেছেন।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানান, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।”
তিনি আরও বলেন যে, “যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”