SIR আতঙ্কে ‘আত্মঘাতী’-র মতো ঘটনা রুখতে উলুবেড়িয়ায় নয়া উদ্যোগ তৃণমূলের

November 5, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৬: এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হলেন উলুবেড়িয়ার (Uluberia) এক যুবক। খলিশানি গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহির মাল (Zahir Mal) মঙ্গলবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আতঙ্কেই এই চরম সিদ্ধান্ত নেন তিনি। জানা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় জাহিরের বাবা জামির মালের পদবীর সঙ্গে ২০২৫ সালের তালিকায় থাকা পদবীর অমিল ছিল। এই অসঙ্গতি থেকেই জাহিরের মনে হয়, তাঁর নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই মানসিক চাপে ভেঙে পড়েন তিনি।

এই মর্মান্তিক ঘটনার পর বুধবার জাহিরের পরিবারের সঙ্গে দেখা করেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ (Sajda Ahmed)। তিনি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং জানান, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য দলীয় স্তরে সচেতনতা বাড়ানো হবে।

তৃণমূল কংগ্রেস (TMC) ইতিমধ্যেই এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে সরব হয়েছে। মঙ্গলবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে পদযাত্রা করে তৃণমূল (TMC)। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা দূর করতে বুধবার থেকে নতুন উদ্যোগ নিয়েছে দল। খলিশানি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে প্রচার। তৃণমূলের তরফে জানানো হয়েছে, বৈধ ভোটারদের নাম কোনওভাবেই বাদ পড়বে না। তাই আতঙ্কিত না হয়ে ফর্ম পূরণ করতে বলা হয়েছে সাধারণ মানুষকে।

এদিন খলিশানি পঞ্চায়েতের যুব তৃণমূল নেতা আসিফ রহমান এবং সাত নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মোস্তফা মাল জানান, তৃণমূলের পক্ষ থেকে ক্যাম্প চালু করা হয়েছে, যেখানে ফর্ম পূরণে সহায়তা করছেন দলের কর্মীরা। কেউ অসুবিধায় পড়লে সেই ক্যাম্পে যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও মঙ্গলবারের ঘটনার পর ওই এলাকায় বিএলওরা ফর্ম বিতরণ করেননি। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুই-একদিনের মধ্যেই ওই এলাকায় ফের ফর্ম বিতরণ শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen