কলকাতায় আজ থেকে শুরু চলচ্চিত্র উৎসব,মাঠে ভারত-অস্ট্রেলিয়া লড়াই, নজরে SIR ও আবহাওয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: আজকের গুরুত্বপূর্ণ খবর
**এসআইআরের তৃতীয় দিন:** রাজ্যে আজ চলবে এসআইআরের কাজের তৃতীয় পর্ব। বুধবার বিকেল পর্যন্ত মোট ৮৪ লক্ষ এনুমারেশন ফর্ম বিতরণ করেছেন বিএলও-রা। উত্তরবঙ্গের তিন জেলা—কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এসআইআর পর্যালোচনায় নামছে দিল্লি থেকে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। শুক্রবার পর্যন্ত তারা রাজ্যে থেকে পরিদর্শন চালাবেন।
**ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি:** পাঁচ ম্যাচের সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচ আজ গোল্ড কোস্টে দুপুর ১টা ৪৫ মিনিট থেকে। এখন সিরিজ ১-১ সমতা। আজ যে দল জিতবে, তারা সিরিজে এগিয়ে যাবে এবং হারার সম্ভাবনা থাকবে না। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত মুখোমুখি মিচেল মার্শের অস্ট্রেলিয়া। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ও জিয়োহটস্টারে।
**বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দলের সম্মাননা:** বিশ্বকাপ জয়ের পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আজ দলের সদস্যরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। বাংলার রিচা ঘোষও রয়েছেন সেই তালিকায়।
**ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দ্বিতীয় টেস্ট:** বেঙ্গালুরুতে আজ শুরু হচ্ছে চার দিনের দ্বিতীয় টেস্ট। নেতৃত্বে রয়েছেন ঋষভ পন্থ, প্রথম টেস্টে তাঁর ৯০ রানের ইনিংসেই জিতেছিল দল। আজও নজর থাকবে আকাশদীপ, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন ও ধ্রুব জুরেলদের দিকে।
**আবহাওয়ার পরিবর্তন:** বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হচ্ছে। আগামী কয়েক দিনে বৃষ্টি নেই বললেই চলে। রাজ্যে বাড়ছে ঠান্ডার প্রভাব। দিনের তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের নিচে নেমেছে, এবং এই প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকবে।
**আইসিসি বৈঠকের তৃতীয় দিন:** দুবাইয়ে চলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠক। এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের বিতর্কিত ঘটনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। হ্যারিস রউফ পেয়েছেন নির্বাসনের শাস্তি, জরিমানা গুনতে হবে সূর্যকুমার যাদব ও জসপ্রিত বুমরাহকে। আজ দেখা যাক, ট্রফি বিতর্কে কী সিদ্ধান্ত নেয় আইসিসি।
**কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু:** আজ থেকেই পর্দা উঠছে কলকাতা চলচ্চিত্র উৎসবের। উদ্বোধন হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। প্রতিবছরের মতো এবারও শহরে আসছেন বলিউড-টলিউডের তারকারা—সলমন খান, অমিতাভ বচ্চনদের উপস্থিতিতে জমজমাট হতে পারে অনুষ্ঠান। তবে অনেকে বলছেন, এবার উদ্বোধন কিছুটা ফিকে হতে পারে।