আবারও অস্বস্তিতে মোদী সরকার, ফের ভারত-পাক সংঘর্ষ বন্ধের কৃতিত্বের দাবি ট্রাম্পের

November 6, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:২২: আবারও ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর মুখে শোনা গেল নয়া দাবি। বুধবার মিয়ামিতে বাণিজ্য ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দুই দেশের সংঘর্ষে ৭-৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। তিনি আরও বলেন, বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়ে দুই দেশকে যুদ্ধ থেকে বিরত করেন তিনি। আবারও মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করায় অস্বস্তি বাড়ল মোদী সরকারের।

এদিন ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সম্প্রতিক অতীতে আটটি সংঘর্ষ থামিয়েছেন তিনি। এছাড়াও কসোভো-সার্বিয়া এবং কঙ্গো-রোয়ান্ডা সংঘর্ষ থামানোর দাবি করেন তিনি। বাণিজ্য ফোরামে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যেই ছিলেন তিনি। তখনই একটি সংবাদপত্রের প্রথম পাতায় পড়েন দুই দেশ যুদ্ধ করতে চলেছে। সাতটি বিমান গুলি করে নামানো হয় এবং অষ্টম বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়।

মার্কিন প্রেসিডেন্ট সাফ দাবি করেন, “আমি তাদের (ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান) বলি, আমি তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না যদি না তোমরা শান্তিচুক্তি করো।” পরমাণু শক্তির কথা মনে করিয়ে সংঘর্ষবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, পরদিনই সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ। ট্রাম্প আরও বলেন, “আমি বলি ধন্যবাদ, চলো আমরা ব্যবসা করি।” ট্রাম্পের নতুন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি নয়া দিল্লি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen