LIVE সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ৪৮ রানে জয়ী ভারত

November 6, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:২২: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজ বর্তমানে ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচের বিজয়ী দল সিরিজে নিজেদের হার থেকে বাচবে। আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছিল ভারত, যেখানে ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দ্বিতীয় ম্যাচে জিতেছিল অস্ট্রেলিয়া, আর প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ফলে চতুর্থ টি-টোয়েন্টিতেই নির্ধারিত হবে কোন দল সিরিজে এগিয়ে থাকবে।

LIVE UPDATE:

১১৯ রানে অল আউট অস্ট্রেলিয়া

৫ রান করে আউট জেমস ডরশুইস

আরও একটি উইকেটের পতন অস্ট্রেলিয়ার ১১৬-৮

১৭ রান করে আউট স্টোইনিস

অর্শদ্বীপের বলে ১০ করে আউট ফিলিপ

১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৯৫-৪, ফিলিপ ৮*, স্টোইনিস ৪*

আবারও উইকেট, দুবের বলে ১৪ রান করে আউট টিম ডেভিড

দুবের বলে ৩০ রান করে আউট মিচেল মার্শ

অক্ষরের বলে ১২ রান করে আউট ইংলিস

৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬২-১, মার্শ ২৫*, ইংলিস ১২*

৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪৮-১

১৬:১৮:অক্ষরের বলে ২৫ রান করে আউট শর্ট

১৬:০৯: ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩৯-১, মার্শ ১২*, ইংলিস ২*

২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১১-০,মার্শ ৫*, শর্ট ৬*

১৫:৩৪: ০ রান করে আউট অর্শদীপ

১৫:২৮: ১২ রান করে আউট ওয়াশিংটন সুন্দর

১৫:১৬: পরপর দুই উইকেটের পতন, ভারত ১৩৬/৬

১৫:১৪: জাম্পার বলে ৩ রান করে আউট জিতেশ শর্মা

১৫:১৩: জাম্পার বলে ৫ রান করে আউট তিলক বর্মা

১৫:১২: ২০ রান করে আউট সূর্যকুমার

১৫:০০: আউট সূর্যকুমার, ভারত ১২৫/৪

১৪:৫৫: এলিসের বলে ৪৬ রান করে আউট গিল

১৪:৪৭: ১০০ রান সম্পূর্ণ ভারতের

১৪:৪৪: দ্বিতীয় উইকেটের পতন, ভারত ৯০/২

১৪:২৮: ৯ ওভারে ভারতের স্কোর ৭১/১

১৪:১৭: আউট অভিষেক, ৬.৪ ওভারে ভারত ৫৬/১

১৪:১২: ৫ওভার শেষে ভারতের রান ৩৮-০,অভিষেক ১৩*, গিল ২৪*

১৩:৫৫: ২ ওভার শেষে ভারতের রান ১৩-০,অভিষেক ১০*, গিল ২*

১৩:৪৫: ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন অভিষেক শর্মা এবং শুভমন গিল

১৩:৩০: ভারতের প্রথম একাদশ— অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জিতেশ শর্মা, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী।

১৩:২৩: টসে হার ভারতের,প্রথমে বোলিং করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen