শিশুসাথী প্রকল্পে ৬৩ হাজারের বেশি শিশুর নিখরচায় চিকিৎসা, জানালেন মুখ্যমন্ত্রী

November 6, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:২২: রাজ্যের শিশুদের স্বাস্থ্যসেবায় আরও একবার নজির গড়ল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে জানিয়েছেন, ২০১৩ সালে শুরু হওয়া রাজ্য সরকারের ‘শিশুসাথী’ (Sishu Saathi) প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৬৩,০০০-রও বেশি শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় যেসব শিশুর হৃদযন্ত্রে জটিলতা রয়েছে এবং যাদের সার্জারির প্রয়োজন, তাদের চিকিৎসা সম্পূর্ণ নিখরচায় করা হয়।

মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের রাজ্য সরকার সবসময় শিশুদের সর্বোত্তম স্বাস্থ্যসেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ‘শিশুসাথী’ আমাদের একটি মুখ্য প্রকল্প, যা ২০১৩ সালে শুরু হয়েছিল। জন্মগত হৃদরোগ, ঠোঁট ও তালু বিভাজন, ক্লাবফুট এবং নিউরাল টিউব ডিফেক্টের মতো জটিল সমস্যায় আক্রান্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায়।”

https://x.com/MamataOfficial/status/1986342072010367068

তিনি আরও জানান, এই প্রকল্পে রাজ্য সরকারের ব্যয় হয়েছে ৩০০ কোটিরও বেশি টাকা, যাতে কোনও শিশুই চিকিৎসার অভাবে পিছিয়ে না পড়ে।

‘শিশুসাথী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় (Healthcare system) এক নতুন দিশা তৈরি হয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই প্রকল্পের ফলে বহু দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিশুরা (Children) জটিল রোগের চিকিৎসা পেয়েছে সম্পূর্ণ বিনামূল্যে, যা তাদের জীবনে নতুন আশার আলো জুগিয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য, হৃদরোগে (Heart Disease) আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা। রাজ্য সরকার এই চিকিৎসার জন্য এসএসকেএম (SSKM) হাসপাতালসহ চারটি বেসরকারি হাসপাতালকে নির্দিষ্ট করেছে। রোগী শিশুদের চিকিৎসা করলেও হাসপাতালগুলিকে কোনও বিল দিতে হয় না পরিবারকে, সব খরচ বহন করে রাজ্য সরকার নিজেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen