বিক্রির মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! হঠাৎ কী হল বিরাটদের ফ্র্যাঞ্চাইজির?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৫: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ভারতের অন্যতম জনপ্রিয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি— এবার নতুন মালিকের হাতে যেতে চলেছে। সংস্থার মূল মালিক ডায়াজিও (Diageo) বুধবার, ৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে তারা তাদের সহযোগী সংস্থা Royal Challengers Sports Pvt. Ltd.-এর শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এই সংস্থাই পুরুষ ও মহিলা দুই আইপিএল দল— উভয় আরসিবির মালিক।
ডায়াজিওর ভারতীয় সহযোগী ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (USL) জানিয়েছে, এটি একটি “কৌশলগত বিনিয়োগ পুনর্মূল্যায়ন প্রক্রিয়া”, যার লক্ষ্য মার্চ ৩১, ২০২৬ সালের মধ্যে বিক্রি সম্পন্ন করা। গত বছর মহিলা প্রিমিয়ার লিগ (WPL) এবং এ বছর আইপিএলে আরসিবির ঐতিহাসিক জয় সত্ত্বেও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
কেন বিক্রি করা হচ্ছে RCB?
ডায়াজিওর শেয়ারহোল্ডাররা সংস্থাকে মূল ব্যবসায়িক ক্ষেত্রে মনোযোগ দিতে বলেছিলেন, এবং ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি সেই ব্যবসার অন্তর্ভুক্ত নয়। ফলে সংস্থাটি ব্র্যান্ডটি বিক্রি করে মদ ও বেভারেজ ব্যবসায় ফিরে যেতে চায়।
ইতিমধ্যেই একাধিক শিল্পগোষ্ঠী এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখিয়েছে। শোনা যাচ্ছে, আদানি গ্রুপ, জেএসডব্লিউ গ্রুপ, সেরাম ইনস্টিটিউটের আদার পুনাওয়ালা এবং দেবযানি ইন্টারন্যাশনালের রবি জয়পুরিয়া — সবাই বিড জমা দেওয়ার প্রস্তুতিতে।
ভবিষ্যতে কী হবে বিরাট কোহলির?
২০০৮ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির মুখ হিসেবে থাকা বিরাট কোহলি সবসময় বলেছেন, তিনি আরসিবি ছাড়বেন কেবল অবসরের পরেই। তবে নতুন মালিকানার সঙ্গে আসতে পারে নতুন ব্যবস্থাপনা, নতুন দিকনির্দেশ। তাই পরিবর্তনের হাওয়া কোহলির সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে।