SIR in Bengal: মৃত ভোটারের খোঁজে রাজ্যের ‘সমব্যথী প্রকল্পে’ ভরসা কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: রাজ্যে চলছে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। এর মধ্যেই মৃত ভোটারদের তালিকা (Voter List) তৈরিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনমুখী প্রকল্পের সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, মৃত ভোটারদের সঠিক সংখ্যা জানতে কমিশনের ভরসা রাজ্যের ‘সমব্যথী প্রকল্প’ (Samabyathi Prakalpa)।
ইতিমধ্যেই কমিশনের তরফে সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে। ওই প্রকল্পের তথ্যের ভিত্তিতে ১০ দিনের মধ্যে মৃত ভোটারদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে চালু হয় ‘সমব্যথী প্রকল্প’। রাজ্যের বাসিন্দা কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবারের সদস্য আবেদন করতে পারেন এই প্রকল্পে, যার আওতায় সরকার ২,০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করে। শর্ত অনুযায়ী, মৃত ব্যক্তির পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হতে হবে এবং শ্রাদ্ধের কাজ রাজ্যের মধ্যেই সম্পন্ন করতে হবে।
প্রকল্প চালুর পর থেকে রাজ্যজুড়ে বহু মানুষ এই সুবিধা পেয়েছেন। ফলে মৃতদের নাম স্বাভাবিকভাবেই ওই প্রকল্পের সরকারি নথিতে রয়েছে। সেই তথ্যভান্ডারই এবার ভোটার তালিকা সংশোধনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
কমিশনের এক কর্তা জানান, “সমব্যথী প্রকল্পের তথ্য অত্যন্ত নির্ভরযোগ্য। তাই প্রাথমিকভাবে ওই তথ্যের সাহায্যে মৃত ভোটারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।”
তবে শুধু ‘সমব্যথী’ নয়, কমিশনের হাতে আরও একাধিক উৎস রয়েছে মৃত ভোটার শনাক্ত করার জন্য। যেমন, স্থানীয় প্রশাসনের রিপোর্ট, স্বাস্থ্য দপ্তরের মৃত্যু সনদপত্র এবং ভোটকেন্দ্র অনুযায়ী বিএলওদের (BLO) ফিল্ড যাচাই।