২২ হাজার দর্শকাসন! KIFF-র মঞ্চ থেকে বিশ্বমানের হকি স্টেডিয়াম উদ্বোধন মুখ্যমন্ত্রীর

November 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: বাংলার হকিতে যেন নতুন সূর্যোদয়। আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম (Hockey Stadium) পেল বাংলা। বহু প্রতীক্ষিত এই প্রকল্পের বাস্তব রূপ এখন বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভার্চুয়ালি এই স্টেডিয়ামের উদ্বোধন করেন। তাঁর পাশে ছিলেন বাংলার ক্রিকেটের অন্যতম মুখ, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌরভকে সঙ্গে নিয়েই ফিতে কাটেন মুখ্যমন্ত্রী।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের অ্যাস্ট্রোটার্ফে সজ্জিত। এই স্টেডিয়ামে রয়েছে অস্ট্রেলিয়ার আদলে তৈরি উন্নতমানের গ্যালারি এবং ২২ হাজার দর্শকাসনের সুবিশাল ব্যবস্থা। এখানে রয়েছে ওয়ার্মআপ জোন, দু’টি সুসজ্জিত ড্রেসিংরুম, একটি ভিভিআইপি (VVIP) বক্স, দু’টি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, আম্পায়ার ও ভিডিয়ো আম্পায়ার রুম, ডোপ টেস্টিং এবং মেডিক্যাল রুম, সম্প্রচার এবং ভিডিয়ো বিশ্লেষকের জন্য আলাদা রুম, ভেন্যু পরিচালনা কেন্দ্র এবং প্রেস কর্নার।

এই নতুন অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়ামকে ‘ক্যাটাগরি ২’ সার্টিফিকেট দিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH)। এর অর্থ, জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত সব ধরনের হকি টুর্নামেন্ট আয়োজনের জন্য এখন প্রস্তুত বাংলা। এই অনুমোদনের মেয়াদ ২০২৭ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ভুবনেশ্বর, রায়পুর, রাঁচি, চেন্নাই এবং নয়াদিল্লির হকি স্টেডিয়ামগুলো এই স্বীকৃতি পেয়েছে। FIH-এর নিয়ম অনুযায়ী, ‘ক্যাটাগরি ১’ অনুমোদনপ্রাপ্ত স্টেডিয়ামগুলোই আয়োজন করতে পারে আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা। ঠিক তার পরের ধাপেই রয়েছে ‘ক্যাটাগরি ২’, যার স্বীকৃতি পেলে জাতীয় স্তরের টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও ছাড়পত্র মেলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen