অনুপ্রেরণায় যোগীরাজ্য! প্রথমবার কুম্ভমেলার আয়োজন বামশাসিত কেরলে

November 7, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪২: এবার প্রথমবারের মতো বামশাসিত কেরলে আয়োজিত হতে চলেছে কুম্ভমেলা। উত্তর ভারতের কুম্ভমেলার আদলে ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মালপ্পুরম জেলার তিরুনাভায়া নব মুকুন্দ মন্দির সংলগ্ন ভরতপুঝা নদীর তীরে অনুষ্ঠিত হবে এই মহামেলা।

কেরলে বহু প্রাচীন মন্দির ও ধর্মীয় উৎসব থাকলেও কুম্ভমেলার মতো বৃহৎ আয়োজন আগে কখনও হয়নি। তিরুনাভায়ায় প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত মামানাকাম উৎসবকে এবার কুম্ভমেলার (Kumbh Mela) রূপ দেওয়া হচ্ছে। থাকবে পুণ্যস্নান, ধর্মীয় আচার, সাধু-সন্ন্যাসীদের সমাগম এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই ঐতিহাসিক কুম্ভমেলার দায়িত্ব পেয়েছে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন জুনা আখড়া (Juna Akhara)। সংগঠনের মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দবনম ভারতী জানিয়েছেন, “কেরলের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে আমরা এই কুম্ভমেলার আয়োজন করছি। কেরলবাসীর ধর্মীয় আবেগকে আমরা আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চাই।”

স্বামী আনন্দবনম ভারতী (Anandabanam Bharati) একসময় এসএফআইয়ের (SFI) সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনিই কেরলের বাম সরকারকে এই উদ্যোগের পরামর্শ দেন। পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকার সম্প্রতি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। সবরীমালা মন্দিরে (Sabarimala Temple) আয়াপ্পান মহাসম্মেলনের পর এবার কুম্ভমেলার আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।

উত্তর ভারতের এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকের কুম্ভমেলা বিশ্ববিখ্যাত। এবার সেই ঐতিহ্য দক্ষিণে ছড়িয়ে দিতে চলেছে কেরল। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে আয়োজিত মহাকুম্ভমেলা এই উদ্যোগের অন্যতম অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen