বিশ্বরেকর্ড! অভিষেকের জন্মদিনে ২০ হাজার স্কোয়ার ফিটের থ্রিডি রঙ্গোলি যুব তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪২: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিনে অভিনব শুভেচ্ছা জানাল যুব তৃণমূল। ২০ হাজার স্কোয়ার ফিটের বিশাল এক থ্রিডি রঙ্গোলির মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। যা দেশের বৃহত্তম রঙ্গোলি হিসেবে বিশ্বরেকর্ড গড়ার পথে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের ভবিষ্যতের প্রতি আশাবাদী যুব তৃণমূল। তাই এই থ্রিডি রঙ্গোলির উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ। এতদিন পর্যন্ত দেশের সবচেয়ে বড় রঙ্গোলি ছিল মধ্যপ্রদেশে তৈরি ১৮ হাজার স্কোয়ার ফিটের একটি শিল্পকর্ম, যা জায়গা করে নিয়েছিল গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে যুব তৃণমূলের tmcp) এই প্রয়াস।
এই রঙ্গোলির তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে লিমকা বুক অব রেকর্ডস এবং গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। স্বীকৃতি মিললে এটি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে (Abhishek Banerjee Birthday) যুব তৃণমূলের তরফে এক ঐতিহাসিক উপহার।
প্রতিবছরের মতো এবারও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্র-যুব ও অন্যান্য শাখা সংগঠনের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কোথাও বিশেষ পুজো, কোথাও কেক কাটা, আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান-সব মিলিয়ে ‘প্রিয় অভিষেকদা’র জন্মদিন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বহু অনুরাগী দূরদূরান্ত থেকে এসে তাঁর সঙ্গে দেখা করার সুযোগও পেয়েছেন।