খোরপোশ মামলায় স্বস্তির নিঃশ্বাস শামির, আদালত বলল ‘৪ লক্ষ কি কম’?

November 7, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: খোরপোশ সংক্রান্ত মামলায় বিরাট স্বস্তি পেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামি। প্রাক্তন স্ত্রী হাসিন জাহান-এর আবেদনের ভিত্তিতে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালতের রায় অনুযায়ী, এর মধ্যে দেড় লক্ষ টাকা হাসিনের ব্যক্তিগত খরচ ও আড়াই লক্ষ টাকা তাঁদের নাবালিকা কন্যার পড়াশোনা ও অন্যান্য খরচের জন্য ধার্য করা হয়েছিল। বর্তমানে সেই অঙ্কই নিয়মিত পাঠাচ্ছেন শামি।

তবে এই অর্থকে যথেষ্ট মনে করেননি হাসিন। তাঁর দাবি, শামি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও নিজের মেয়ের খরচে কৃপণতা করছেন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “আমার মেয়ের বাবা একজন কোটিপতি। কিন্তু তিনি অন্য মহিলাদের নিয়ে ফুর্তিতে ব্যস্ত। নিজের রক্ষিতার সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, বিজনেস ক্লাসের টিকিট কাটছেন। অথচ নিজের মেয়ের পড়াশোনার খরচ দিতে গিয়ে ওর অভাব দেখা দেয়।”

এই অভিযোগের ভিত্তিতেই হাসিন জাহান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন খোরপোশের অঙ্ক বাড়ানোর দাবিতে। শুক্রবার সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ মন্তব্য করে, “মাসে ৪ লক্ষ টাকা কি যথেষ্ট নয়?” বিচারপতিরা জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশে নির্ধারিত এই পরিমাণ মোটেও অযৌক্তিক নয়।

তবুও আদালত এই পর্যবেক্ষণের পর শামিকে নোটিস পাঠিয়েছে, তাঁর বক্তব্য জানতে। ডিসেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। আপাতত, সুপ্রিম কোর্টের এই মন্তব্যে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মহম্মদ শামি, তবে মামলার নিষ্পত্তি এখনও বাকি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen