টেনিস কোর্টে ঝড় তুললেন বাংলার আকাঙ্খা, AITA উইমেন্স চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস-ডাবলস দুটোই তাঁর দখলে

November 7, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫:  মাত্র ১৬ বছর বয়সে বাংলার প্রতিভাবান কন্যা আকাঙ্খা ঘোষ প্রথমবারের মতো জিতে নিলেন AITA উইমেন্স চ্যাম্পিয়নশিপের খেতাব তাও আবার একসঙ্গে সিঙ্গলস ও ডাবলস দুই বিভাগেই!

সিঙ্গলস ফাইনালে তিনি হারিয়েছেন ভারতের শীর্ষ দুই খেলোয়াড়কে —অন্ধ্রপ্রদেশের চন্দনা পোতুগাড়ি ও বাংলার যুবরাণী বন্দ্যোপাধ্যায়কে, যা নিজেই এক বিরল অর্জন। কোর্টে তাঁর দাপট, মনোযোগ ও দৃঢ় মানসিকতা মুগ্ধ করেছে টেনিসপ্রেমীদের।

আরও বড় চমক ডাবলস বিভাগে—প্রথমবার জুটি বেঁধেই আলিনা ফারিদ-এর সঙ্গে চ্যাম্পিয়ন হন আকাঙ্খা। একেবারে নতুন এই জুটি শুরুতেই দেখিয়ে দিল, ভবিষ্যতে তাঁরা হতে পারেন ভারতের সবচেয়ে সফল মহিলা ডাবলস জুটি।

এই অসাধারণ সাফল্য কেবল বাংলার নয়, পুরো দেশের গর্ব। কোর্টে তাঁর প্রতিটি শট যেন একেকটা বার্তা—“বয়স নয়, চেষ্টাই বড় কথা!”
আকাঙ্খার এই জয় নতুন প্রজন্মের মেয়েদের জন্য অনুপ্রেরণার আলো হয়ে উঠলো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen