Operation Pimple: কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৪: কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে, শুক্রবার নিরাপত্তা সংস্থাগুলি একটি যৌথ অভিযান ‘অপারেশন পিম্পল’ শুরু করে। ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী। এরপরেই তাঁদের দিকে গুলি চালানো হয় জঙ্গিদের তরফে। পালাটা গুলি চালানো হয় সেনা বাহিনীর তরফে। সেই গুলির লড়াইতেই নিকেশ হয় দুই জঙ্গি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারেও জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই হয়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা যৌথভাবে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়েছিল। সেই সময়েও জঙ্গিরা সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে, পালটা জবাব দেওয়া হয়।
সেনার তরফে চিনার কর্পস এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানিয়েছে, ‘৭ নভেম্বর ২০২৫ তারিখে, অনুপ্রবেশের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুপওয়ারার কেরান সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করা হয়। ওই এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করে সেনা। সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি চালায় সেনার উপর। পালটা গুলি চালিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে।’ তাঁরা আরও লিখেছে, ‘এই অপারেশনে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।’