অনলাইনে পূরণ করা যাচ্ছে এনুমারেশন ফর্ম, কারা পাবেন এই সুযোগ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৬: বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন। গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। তবে অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছিল না এতদিন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনলাইনেও এসআইআর এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে। এই আবহে এবার কর্মসূত্রে বাইরে বসবাস করা ভোটাররা অনলাইনেই এনুমারেশন ফর্ম ভরতে পারবেন।
কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন, কী ভাবে করবেন, তা-ও জানিয়ে দিয়েছে কমিশন। তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক মিলবে। এ ছাড়া, কমিশনের একটি অ্যাপও রয়েছে এই কাজের জন্য। কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁরা বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন। বিএলওদের সামনে বসে অফলাইন মাধ্যমে যে ভাবে ফর্ম পূরণ করতে হত, সে ভাবেই অনলাইনে করতে হবে। এর পর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে।
তবে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে, তাহলেই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। https://voters.eci.gov.in-এই ওয়েবসাইট খুলে ফর্ম পাবেন ভোটাররা। জানা গিয়েছে, ২০০২-এর এসআইআর-এর তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম আছে কি না, সেটাও দেখা যাবে ওই ওয়েবসাইট থেকেই। উল্লেখ্য, https://voters.eci.gov.in-ওয়েবসাইটে লগ ইন করতে গেলে এপিক নম্বর দিন। সেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি রেজিস্টার্ড থাকতে হবে। সেই নম্বর বা মেল আইডিতে আসবে একটি ওটিপি। তা দিয়ে লগইন করা যাবে।
ইতিমধ্যে রাজ্য জুড়ে ৮০ হাজারের বেশি বিএলওকে এসআইআর-এর কাজে নিয়োগ করেছে কমিশন। তাঁরা বাড়ি বাড়ি ঘুরছেন, ফর্ম বিলি করছেন এবং ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত এ রাজ্যে ৩.০৪ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। বিএলওদের কাজ পর্যবেক্ষণ এবং ভোটারদের সাহায্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এজেন্ট (বিএলএ) নিয়োগ করেছে।