২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট, ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ঘোর অনিশ্চয়তা

November 8, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৮: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অলিম্পিকে ফিরছে ক্রিকেট ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস গেমসে। ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যেই স্বপ্ন দেখছেন অলিম্পিকের পাঁচ রঙের রিংয়ের নিচে এক রোমাঞ্চকর ভারত-পাকিস্তান দ্বৈরথের। কিন্তু বাস্তবে সেই স্বপ্নের পথটা অনেক জটিল।

আইসিসি (ICC) নিশ্চিত করেছে যে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই টি-২০ ফরম্যাটে মোট ১২টি দল অংশ নেবে, প্রতিটিতে থাকবে ছয়টি দল করে, মোট ম্যাচ হবে ২৮টি। তবে এই টুর্নামেন্টে যোগ্যতা নির্ধারণের নিয়মে এসেছে বড় পরিবর্তন। শুরুতে প্রস্তাব ছিল আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে, কিন্তু সেটি বাতিল করা হয়েছে। এখন আঞ্চলিকভাবে প্রতিটি মহাদেশ থেকে সেরা একটি দল জায়গা পাবে, আর বাকি দল বাছাই হবে বৈশ্বিক যোগ্যতা নির্ধারণী টুর্নামেন্টের মাধ্যমে।

এখনকার অবস্থায় ভারত (এশিয়া), অস্ট্রেলিয়া (ওশেনিয়া), ইংল্যান্ড (ইউরোপ) এবং দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা) সরাসরি খেলার সম্ভাবনায় রয়েছে। তবে আমেরিকা অঞ্চলের জায়গা নিয়ে রয়েছে ধোঁয়াশা—মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ওয়েস্ট ইন্ডিজ, সেটি নির্ধারিত হয়নি। ফলে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কিনা, তা নির্ভর করছে র‌্যাঙ্কিং, আঞ্চলিক রাজনীতি এবং শেষ মুহূর্তের কোয়ালিফায়ারের উপর।

অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিঃসন্দেহে ঐতিহাসিক, কিন্তু সেই মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দেখা হবে কিনা, তা এখনো সময়ই বলে দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen