IND-US প্রতিরক্ষা সম্পর্কের নতুন অধ্যায়, তেজাস যুদ্ধবিমানের জন্য ১১৩টি ইঞ্জিন কিনল ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৬: ভারত-আমেরিকা সম্পর্ক এবার আরও দৃঢ় হলো। শুক্রবার দিনটি বিশেষ কারণ, ভারত ১১৩টি উন্নত ইঞ্জিন কিনল মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক (GE)-এর কাছ থেকে, যা দেশীয় যুদ্ধবিমান তেজাস Mk-1A-এর উন্নত সংস্করণে ব্যবহার হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ফাইটার জেট ভারতের বায়ুসেনার শক্তি বৃদ্ধির প্রতীক হয়ে উঠছে।
বর্তমানে ভারতের বায়ুসেনা পুরনো বিমান বদলে আধুনিক স্কোয়াড্রন গঠনের পরিকল্পনায় রয়েছে, বিশেষ করে প্রতিবেশী চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের প্রেক্ষাপটে। তবে আগের অর্ডারে দেওয়া ৯৯টি ইঞ্জিনের সরবরাহে দেরির কারণে তেজাস প্রকল্প কিছুটা পিছিয়ে গিয়েছিল। GE জানিয়েছে, কোভিড-পরবর্তী সরবরাহ সমস্যাই তার মূল কারণ।
নতুন এই চুক্তি আগের অর্ডারের “ফলো-অন” বা সম্প্রসারিত অর্ডার। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর তরফে জানানো হয়েছে, ২০২৭ সাল থেকে পাঁচ বছরের মধ্যে এই ইঞ্জিনগুলি সরবরাহ করা হবে।
সম্প্রতি শুল্ক–বিবাদে কিছুটা দূরত্ব তৈরি হলেও এই চুক্তি দুই দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের উষ্ণতা ফেরানোর ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নতুন বাণিজ্য চুক্তির দিকেও এগোচ্ছে দুই দেশ।
ভারতের আকাশ প্রতিরক্ষায় তেজাস ও GE ইঞ্জিনের এই হাত মেলানো নিঃসন্দেহে আত্মনির্ভর ভারতের পথে এক বড় পদক্ষেপ।