ভোটার কার্ডে বাবার নামের ভুল, SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা মালদহের যুবকের
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৬: রাজ্যজুড়ে SIR আতঙ্কে আত্মহত্যার ঘটনা বাড়ছে। এবার ভোটার তালিকায় (Voter List) বাবার নামের ভুল থাকায় তৈরি হয় SIR আতঙ্ক। বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন রাজেশ মহম্মদ নামক চাঁচলের এক যুবক। বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
রাজেশ মহম্মদ মালদহ (Malda) জেলার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর অঞ্চলের নাজিরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। অভিযোগ, ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম আদিল মহম্মদের পরিবর্তে রাজেশের নামই ভুলক্রমে অন্তর্ভুক্ত হয়। এই ভুলের ফলে রাজেশের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। তারই মধ্যে SIR সংক্রান্ত সরকারি ঘোষণায় তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজেশ তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। সেখানেই বিষপান করে আত্মহত্যার (Suicide) চেষ্টা করেন তিনি। তাঁকে দ্রুত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে পৌঁছান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক ও রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন (Tajmul Hossain)। তিনি বলেন, “SIR নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে রয়েছেন। যদি একটিও বৈধ ভোটার বাতিল হয়, তাহলে লক্ষাধিক মানুষ নিয়ে দিল্লি স্তব্ধ করে দেওয়া হবে।”
উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই SIR আতঙ্কে আত্মহত্যার একাধিক ঘটনা ঘটেছে বলে দাবি। ১৭ জন ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলও করেছেন। তবে আতঙ্ক কাটছে না অনেকের মধ্যেই।