রাজ্য বিভাগে ফিরে যান

নাগরিকত্ব আইন কেন্দ্র এখনও কেন কার্যকর করেনি? ক্ষুব্ধ শান্তনু ঠাকুর

October 12, 2020 | 2 min read

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) দ্রুত কার্যকর না হওয়ায় মতুয়ারা ক্ষিপ্ত। আগামী দিনে মতুয়ারা কোন পথে চলবে, তা তাঁরাই ঠিক করবেন। নাগরিকত্ব আইন দ্রুত কার্যকর না হওয়ায় রবিবার বারাসতের মতুয়া সম্মেলনে এসে এই কথা বলেন বিজেপির সংসদ সদস্য শান্তনু ঠাকুর। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির অন্দরে তীব্র জলঘোলা শুরু হয়েছে। শাসক দলও এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নয়। তাঁদের দাবি, দেরিতে হলেও শান্তনু বুঝেছেন, কেন্দ্র সরকারে মতুয়াদের নিয়ে ভোটের রাজনীতি করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা ভোটে নাগরিকত্বের তাস খেলেই বনগাঁ লোকসভায় বাজিমাত করেছিল বিজেপি। মতুয়া ভোট ব্যাঙ্কের সিংহভাগ ঝুলিতে ভরে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছিলেন শান্তনু ঠাকুর। ২০১৯ সালের ডিসেম্বরে প্রবল বিতর্কের মধ্যে নাগরিকত্ব আইন লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছিল। রাষ্ট্রপতির সম্মতিতে তা আইনেও পরিণত হয়েছে। কিন্তু এরপর ন’মাস কেটে গেলেও, নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। ফলে বিভিন্ন সভা ও সমাবেশে গেলে মতুয়ারা শান্তনুবাবুর কাছে এই বিষয়ে প্রশ্ন করছেন। বিড়ম্বনায় পড়া শান্তনুবাবুও সঠিক কোনও উত্তর দিতে পারছেন না। আগামী বিধানসভা ভোটের আগে নাগরিকত্ব আইন কার্যকর না হলে, তাঁদের বেকায়দায় পড়তে হবে বলে মনে করেন সাংসদের ঘনিষ্ঠরা। রবিবার বারাসতের নেতাজি পল্লিতে মতুয়া মহাসংঘের এক সম্মেলনে এসে শান্তনুবাবু বলেন, এখনও নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় মতুয়ারা ক্ষিপ্ত। আমাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

শুধু এরাজ্য নয়, আসাম বাদ দিয়ে অন্য কোনও রাজ্যে এই আইন কার্যকর হয়নি। সকলেই আমার কাছে জানতে চাইছেন। কিন্তু আমার কাছে এর কোনও উত্তর নেই। বিল পাশ হওয়ার পর তা কার্যকর করতে কেন্দ্রের হাতে অনেক সময় ছিল। এরপরও তা কার্যকর না হলে, মতুয়ারা ঠিক করবেন তাঁরা কোন পথে যাবেন। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দেরিতে হলেও শান্তনু ঠাকুর ঠিকটা বুঝতে পেরেছেন। বিজেপির নাগরিকত্ব দেওয়ার আশ্বাস, স্রেফ ভাঁওতা ছাড়া কিছু নয়। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল শুধুমাত্র ভোটের জন্য। মতুয়া সম্প্রদায়ের মানুষ এখন বুঝতে পেরেছেন বিজেপি তাঁদের নিয়ে রাজনীতিই করছে!

TwitterFacebookWhatsAppEmailShare

#Shantanu thakur, #Modi Government

আরো দেখুন