‘রবীন্দ্রনাথকে অপমান করা কি দেশদ্রোহিতা নয়?’, জোড়াসাঁকো থেকে BJP-কে তুলোধোনা তৃণমূলের

November 8, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২০:  কর্নাটকের বিজেপি সাংসদ (BJP MP) বিশ্বেশ্বর কাগেরির বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল দেশজুড়ে। তাঁর দাবি, “ইংরেজদের খুশি করতে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) লিখেছিলেন ‘জনগণমন’ (Jana Gana Mana)।” এই মন্তব্যের প্রতিবাদে শনিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের (tmc) তরফে আয়োজিত হয় প্রতিবাদ সভা।

রাজ্যের মন্ত্রী শশী (Shashi Panja) পাঁজা রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে বলেন, “সারা দেশ বাংলাকে নিয়ে গর্ব করে। রবীন্দ্রনাথকে নিয়ে গর্ব করে। কিন্তু একটি রাজনৈতিক দল বারবার বাংলাকে অপমান করছে, তার মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। এই প্রতিবাদ সেই অপমানের বিরুদ্ধে।”

শশী পাঁজার বক্তব্যে উঠে আসে বিজেপির (BJP) বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ। তিনি বলেন, “বাংলা আসলে মিনি ভারতবর্ষ। সব ধর্ম, ভাষা, জাতির মানুষ এখানে একসঙ্গে বাস করেন। সেটাই বিজেপির পছন্দ নয়। তাই তারা বারবার বাংলাকে কালিমালিপ্ত করতে চায়।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, “বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার পরও বিজেপির কোনও অনুশোচনা ছিল না। এবার রবীন্দ্রনাথকে অপমান করছে। জনগণমনকে অপমান করা, রবীন্দ্রনাথকে অপমান করা কি দেশদ্রোহিতা নয়?”

বিশ্বেশ্বর কাগেরি দাবি করেছিলেন, ‘জনগণমন’ ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জকে স্বাগত জানিয়ে লেখা হয়েছিল। তাঁর মতে, ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল ‘বন্দে মাতরম’। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। কর্নাটকের শাসক দল কংগ্রেসও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে।

এই ইস্যুতে সাংবাদিক বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁদের অভিযোগ, “বিজেপি কোনও দিনই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতে জানে না। এবারও পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করে কবিগুরুকে অপমান করছে।” তৃণমূলের দাবি, বিজেপি (bjp) রাজনৈতিক ফায়দা তুলতে ইতিহাস বিকৃত করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen