ঠাকুরবাড়িতে SIR বিরোধী অনশনের চতুর্থ দিনে অসুস্থ ৩ আন্দোলনকারী, মঞ্চেই চলছে চিকিৎসা

November 8, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৬: রাজ্যে SIR ঘিরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তীব্র আকার নিয়েছে। সেই প্রতিবাদের অংশ হিসেবে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের (All India Matua Mahasangha) অনশন কর্মসূচি চতুর্থ দিনে পড়েছে। শনিবার অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছেন তিন আন্দোলনকারী। তাঁদের নাম- নগেন মণ্ডল, নারায়ণ বারুই এবং ত্রিনাথ ঘরামি।

চিকিৎসকদের মতে, তিনজনের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা (Dehydration problem) দেখা দিয়েছে, একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রক্তচাপ কমে যাওয়ায় তাঁদের স্যালাইন (Saline) দেওয়া শুরু হয়েছে। তবে তাঁরা অনশন( Hunger strike) ভাঙতে রাজি নন। তাই মঞ্চেই চিকিৎসা চলছে।

প্রথমে ২৪ জন অনশন শুরু করেছিলেন, পরে তিনজন অসুস্থতার কারণে সরে দাঁড়ান। বর্তমানে ২১ জন অনশন চালিয়ে যাচ্ছেন। অনশন মঞ্চটি স্থাপন করা হয়েছে বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে, মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক কেন্দ্রস্থলে।

মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক নরোত্তম বিশ্বাস জানিয়েছেন, “যাঁরা অনশন করছেন, তাঁরা প্রত্যেকেই বৈধ ভোটার। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে। সাধারণ মানুষের স্বার্থেই তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।”

SIR প্রক্রিয়ায় মতুয়া ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা ঘিরে মতুয়া (Matua) মহলে ক্ষোভ বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হিন্দু শংসাপত্র বিলি নিয়ে বিতর্ক। অনেকেই অভিযোগ করছেন, “হিন্দু হয়েও ১০০ টাকা দিয়ে শংসাপত্র নিতে হচ্ছে।”

এই ইস্যুতে ঠাকুরবাড়ির বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও বিধায়ক সুব্রত ঠাকুরকে (Subrata Thakur) কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur)। তাঁর নেতৃত্বেই এই অনশন কর্মসূচি শুরু হয়েছে।

মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক রাজ্যের প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রে গুরুত্বপূর্ণ। SIR ইস্যুতে তাঁদের ক্ষোভ রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen