বাংলার গর্ব রিচা ঘোষকে সিএবির তরফে সংবর্ধনা, রাজ্যের তরফে বঙ্গভূষণ সম্মান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ইডেন গার্ডেনে আজ ছিল উৎসবের আবহ। বিশ্বজয়ী রিচা ঘোষকে ঘিরে জমকালো সংবর্ধনার আয়োজন করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সোনার মেয়েকে দেওয়া হয় একাধিক উপহার ও সম্মাননা। রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করে রাজ্য সরকার জানাল গর্বের বার্তা।
সিএবির তরফে রিচার হাতে তুলে দেওয়া হয় ৩৪ লক্ষ টাকার চেক, সোনার ব্যাট ও বল, ফুল-মিষ্টি এবং উত্তরীয়। মুখ্যমন্ত্রী নিজে রিচার হাতে এই উপহারগুলি তুলে দেন। এদিন তাঁকে রাজ্য পুলিশের ডিএসপি পদেও নিয়োগ দেওয়া হয়, যা অনুষ্ঠানের বড় চমক।
ইডেনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীসহ একাধিক প্রাক্তন ক্রিকেটার ও বিশিষ্টজন। অনুষ্ঠানের শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ফ্রিডম ট্রফি’র রেপ্লিকা গ্রহণ করেন এবং তা উপহার দেন রিচাকে।
মুখ্যমন্ত্রী বলেন, “রিচার মতো প্রতিভা বাংলা ও ভারতের গর্ব। আজ বাংলার মেয়েরা প্রমাণ করছে, তারাও বিশ্বজয় করতে পারে।”
ইডেনের আকাশে আজ শুধু ক্রিকেট নয়, বাংলা ক