মধ্যপ্রদেশে কাজে গিয়ে ছত্তিশগড়ে দেহ উদ্ধার: বাংলায় কথা বলায় খুন, অভিযোগ পরিবারের

November 8, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: ভাইফোঁটায় ফেরার কথা ছিল, ফিরল দেহ! মধ্যপ্রদেশে কর্মসূত্রে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হাওড়ার আমতার পরিযায়ী শ্রমিক বিদ্যুৎ বেরা ওরফে ঝন্টু। নয় মাস পর তাঁর দেহ উদ্ধার হয়েছে ছত্তিশগড়ের কারাঞ্জিয়া থানা এলাকার এক জঙ্গল থেকে। মৃতের পরিবারের দাবি, তিনি বাংলায় কথা বলতেন বলে হেনস্তার শিকার হয়েছিলেন, এমনকি বাংলাদেশি সন্দেহে তাঁকে খুন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় চল্লিশ বছর বয়সী বিদ্যুৎ বেরা (Bidyut Bera) আমতার পূর্ব গাজীপুরের বাসিন্দা। কাজের সূত্রে নয় মাস আগে মধ্যপ্রদেশে (Madhya Pradesh) গিয়েছিলেন। ভাইফোঁটার সময় বাড়ি ফেরার কথা থাকলেও আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে। দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায়, ৩১ অক্টোবর ছত্তিশগড়ের কারাঞ্জিয়া থানা পুলিশ জঙ্গলে তাঁর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গিয়েছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বিদ্যুতের দেহ ময়নাতদন্তের পর অনুমতি ছাড়াই মাটিচাপা দেওয়া হয়েছিল। পরে প্রশাসনের সহায়তায় দেহ ফের আনা হয় আমতায় (Amta)। পরিবারের এক সদস্য জানান, “সেখানে বাংলা ভাষায় কথা বললেই তাঁকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা হতো।”

ঘটনার পর স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল মাজির (Nirmal Maji) অভিযোগ, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক।” তিনি দাবি করেন, বিদ্যুতের দেহ আনার ক্ষেত্রেও একাধিক বাধা দেওয়া হয়েছে।

এদিকে মৃতদেহ আমতায় পৌঁছলে এলাকায় উত্তেজনা ছড়ায়। বাংলার মানুষের উপর হামলার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একটি প্রতিবাদ মিছিল করেন, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen