Kolkata Metro: আজ এক ঘন্টা আগেই শেষ মেট্রো, কোন রুটে পাবেন না রাতের ট্রেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৫৫: কলকাতার মেট্রো রেল জানিয়েছে, সবুজ লাইনে আজ, ৯ই নভেম্বর শেষ মেট্রো এক ঘণ্টা আগে চলবে। রাতে কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল বা CBTC সিস্টেমের পরীক্ষা চালানো হবে, যা ভবিষ্যতে আরও নিরাপদ ও মসৃণ মেট্রো পরিষেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়ে ট্রাফিক ব্লক প্রয়োজন, কারণ এটি যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেন চলাচলের সুরক্ষার জন্য অপরিহার্য। সবুজ লাইন বর্তমানে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলে।
মেট্রোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো রাত ৮:৪৫-এ ছাড়বে, যা সাধারণত রাত ৯:৪৫-এ ছাড়ে। একইভাবে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৮:৪৭-এ, ৯:৪৭-এর বদলে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, CBTC প্রযুক্তি চালু হওয়ার পর ট্রেন চলাচল আরও দ্রুত, নির্ভুল ও নিরাপদ হবে।