Thar: থার ও বুলেট চালকদের ‘বদমাশ’ বললেন হরিয়ানার শীর্ষ পুলিশকর্তা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.১৫: হরিয়ানা পুলিশের সর্বোচ্চ কর্তা ওপি সিং (IPS OP Singh) শনিবার গুরগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অনেক সময় দুষ্কৃতীদের গাড়ির ধরন দিয়েই তাদের মানসিকতা বোঝা যায়, বিশেষ করে থার গাড়ি ও বুলেট মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে।
ওপি সিং বলেন, “আমরা সব গাড়ি পরীক্ষা করি না। কিন্তু যদি কোনও থার দেখি, ওটা এড়িয়ে যাওয়া যায় না। কিংবা বুলেট বাইকও নয়। সব কুখ্যাত লোকেরাই এই গাড়ি-বাইক ব্যবহার করে। কোন গাড়ি আপনি চালান, সেটাই বলে দেয় আপনার মানসিকতা কেমন। থার চালকরা রাস্তায় স্টান্ট দেখাতে ভালোবাসে।”
তিনি আরও যোগ করেন,”থার শুধু একটি গাড়ি নয়, এটি এক ধরনের হুঙ্কার যে ‘আমি এমনই’। আজকের দিনে এটি এক ধরনের স্টেটাস সিম্বল হয়ে উঠেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে।”
উল্লেখ্য, ওপি সিং প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু। তাঁর এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কেউ কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকে পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, সমস্যাটি গাড়িতে নয়, পুলিশের নীতিতে ও রাস্তার নিরাপত্তার অভাবে।