বন্দে ভারত উদ্বোধনে ছাত্রদের দিয়ে ‘আরএসএসের গান’ গাওয়ানোর অভিযোগে বিতর্কে কেন্দ্র, ক্ষুব্ধ পিনারাই বিজয়ন

November 9, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.৩০: শনিবার কেরলের এরনাকুলাম থেকে বেঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের উদ্বোধনে স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে গান গাওয়ানো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) অভিযোগ করেছেন, সরকারি অনুষ্ঠানে ছাত্রদের দিয়ে “আরএসএসের গান” গাওয়ানো হয়েছে, যা সম্পূর্ণ অসাংবিধানিক ও সাম্প্রদায়িক মানসিকতার বহিঃপ্রকাশ।

বিজয়নের অভিযোগের পর বিতর্ক বাড়তে থাকে, যদিও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে চিঠি লিখে জানায়, ছাত্র-ছাত্রীরা যে গানটি গেয়েছিল সেটি ছিল একটি দেশপ্রেমমূলক মালয়ালম গান “পরমপবিত্রমাথমিয়ে মন্নিল ভারতম্বায়ে পূজিক্কান”, যাতে দেশের ঐক্য, ভ্রাতৃত্ব ও ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কোনো কথা নেই।

দক্ষিণ রেলওয়ে (Southern Railways) উদ্বোধনের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল, যেখানে দেখা যায় ছাত্র-ছাত্রীরা ট্রেনের ভেতরে গান গাইছে। বিতর্ক শুরু হতেই ভিডিওটি পরে মুছে ফেলা হয়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তারা স্কুলের নিজস্ব গানও পরিবেশন করছে।

মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন এই ঘটনাকে “সংবিধান লঙ্ঘন” বলে অভিহিত করে জানান, সরকারি অনুষ্ঠানে আরএসএসের মতো একটি সংগঠনের গান অন্তর্ভুক্ত করা মানে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে আঘাত করা।

কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সত্যেশানও মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত হয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের দিয়ে আরএসএসের গান গাওয়ানো “অবৈধ ও গণতন্ত্রবিরোধী” কাজ। তাঁর অভিযোগ, বিজেপি উত্তর ভারতের বিভাজনের রাজনীতি এখন কেরলেও চাপিয়ে দিতে চাইছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen