Mitra Shakti: কর্ণাটকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কার যৌথ সামরিক মহড়া ‘মিত্র শক্তি ২০২৫’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ভারত ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর যৌথ বার্ষিক সামরিক মহড়া ‘মিত্র শক্তি’-র একাদশ সংস্করণ আগামী ১০ই নভেম্বর থেকে ২৩শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে কর্ণাটকের বেলগাভী শহরের ফরেন ট্রেনিং নোডে। শনিবার ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (জনসংযোগ) এই তথ্য জানিয়েছেন।
‘মিত্র শক্তি ২০২৫’-এর মূল উদ্দেশ্য হলো শহর ও অর্ধ-শহরাঞ্চলে যৌথ সামরিক অভিযানের ক্ষেত্রে দুই দেশের সেনাদের কার্যকরী সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহড়া শুধু সামরিক প্রশিক্ষণ নয়, বরং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারত ও শ্রীলঙ্কার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
প্রতিবছর একবার ভারত ও অন্যবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই মহড়া দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করে তুলছে।
গত বছর ‘মিত্র শক্তি’-র দশম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার মাদুরু ওয়ার সেনা প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে ভারতীয় সেনার পক্ষ থেকে ১০৬ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছিল, যার নেতৃত্ব দেয় রাজপুতানা রাইফেলস বাহিনী (Rajputana Rifles)। অপরদিকে, শ্রীলঙ্কার পক্ষে অংশগ্রহণ করেছিল তাঁদের গজবা রেজিমেন্টের সেনারা।
এই বছরের মহড়া নিয়ে উভয় দেশের সামরিক মহলে ইতিমধ্যেই উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে, কারণ এটি শুধু কৌশলগত অনুশীলন নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থার এক গুরুত্বপূর্ণ প্রতীক।