ফর্ম বিলির সময় ব্রেন স্ট্রোকে মৃত্যু পূর্ব বর্ধমানের BLO-র! অতিরিক্ত কাজের চাপই কারণ, দাবি পরিবারের

November 9, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ফর্ম বিলির সময় ব্রেন স্ট্রোকে মৃত্যু পূর্ব বর্ধমানের BLO-র! অতিরিক্ত কাজের চাপই কারণ, দাবি পরিবারের

SIR শুরু হতেই নাগরিকত্ব হারানোর আতঙ্কে প্রাণ হারাচ্ছিলেন সহনাগরিকেরা। এবার প্রাণ গেল এক বুথ লেভেল অধিকারিকের (BLO)। মৃতার পরিবারের দাবি, অতিরিক্ত কাজের চাপেই ব্রেন স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। মৃতার নাম নমিতা হাঁসদা, তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের BLO হিসাবে কাজ করছিলেন নমিতাদেবী।

মৃতার স্বামীর দাবি, এনিউমারেশন ফর্ম বিলির জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। কাজের চাপে জেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী নমিতা। স্বামীর কথায়, ‘‘রোজ ওকে বলা হচ্ছিল, আরও বেশি করে ফর্ম বিলি করতে হবে। এ সব নিয়ে খুব চাপে ছিল। রবিবার আমার স্ত্রীর মৃত্যু হয়েছে ব্রেন স্ট্রোক হয়ে।’’

SIR শুরু হয়েছে বাংলায়। চলতি মাসের ৪ তারিখ থেকে ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করছে নির্বাচন কমিশন। BLO-রা ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে এই কাজ শুরু হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। ৯ ডিসেম্বর প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর অভিযোগ ও শুনানি পর্ব চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen