ফের একবার ট্রাম্পকে ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, কী বলবে নয়া দিল্লি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১২: কেবল ট্রাম্প নন, ফের পাক প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব দিলেন। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ভিক্টরি ডে প্যারেডে বক্তব্য রাখতে উঠে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) দাবি করেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ও দৃঢ় নেতৃত্ব ভারত-পাকিস্তান যুদ্ধকে থামিয়েছে। তাঁর মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। এতে কোটি কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে।”
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর চলাকালীন ১০ মে ট্রাম্প নিজে সমাজ মধ্যমে এক পোস্টে দাবি করেছিলেন, “দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” পাকিস্তান সরকারের তরফে ট্রাম্পকে কৃতিত্ব দেওয়া হয়। এমনকী ট্রাম্পের নোবেলের জন্যেও পাকিস্তান প্রস্তাব করেছিল। যদিও নয়া দিল্লি প্রথম থেকেই এই দাবিকে সরাসরি নস্যাৎ করে এসেছে। ভারতের বক্তব্য, যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনার ফল। কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।
পাকিস্তান আজও দাবি করছে, ভারত-পাক যুদ্ধবিরতির মূল কারিগর ওয়াশিংটন।
বাকুর ভিক্টরি ডে প্যারেড-এ পাকিস্তান ও তুরস্কের সেনা-দল আজারবাইজানের বাহিনীর সঙ্গে প্যারেড করে। সেই অনুষ্ঠানে শরিফ বলেন, “আমরা শান্তি চাই, কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে কোনও আপস করব না।” একইসঙ্গে আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ বিজয়ের সঙ্গে তিনি কাশ্মীর ইস্যুর তুলনা করেন।