মার্কিন নাগরিকদের মাথা পিছু ১.৭৭ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের, খয়রাতির রাজনীতি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:০০: ট্রাম্পও কি ভাতা চালু করছেন? আমেরিকানদের জন্য বড় খবর। স্থানীয় সময় রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, আমেরিকান নাগরিকদের মাথা পিছু ১.৭৭ লক্ষ টাকা করে দেবে তাঁর প্রশাসন। উচ্চবিত্ত মার্কিন নাগরিকদের এই টাকা দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ।
ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে যখন প্রশাসনের উপর চাপ বাড়ছে, তখনই এই বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্কের লভ্যাংশ থেকে মার্কিন নাগরিকদের ২০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৭৭,২৯৫ টাকা) করে অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। যদিও অর্থ দেওয়ার ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের সম্মতি প্রয়োজন। অন্যথায় সাধারণ নাগরিকদের মধ্যে আর্থিক অনুদান বন্টন করতে পারবেন না তিনি।
নানা মহল থেকে ট্রাম্পের এহেন পদক্ষেপ ঘিরে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এই নীতির কোনও বৈধতা আছে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে খোদ মার্কিন সুপ্রিম কোর্ট। তবে ট্রাম্প কিন্তু নিজের ঢাক পেটাতে ছাড়েননি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখছেন, ‘যাঁরা শুল্কের বিরুদ্ধে, তাঁরা আসলে বোকা। আমরা এখন বিশ্বের ধনীতম দেশ। সকলে আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। দেশে মুদ্রাস্ফীতি প্রায় নেই। স্টক মার্কেটের মূল্যও নজির গড়েছে। আমরা কোটি কোটি টাকা নিচ্ছি, শীঘ্রই তা দিয়ে বিপুল ঋণ শোধ করব। আমেরিকায় প্রচুর বিনিয়োগ হচ্ছে। চারিদিকে থাকা বিভিন্ন কারখানা অনেক লাভ করছে। লভ্যাংশ থেকে অন্তত ২০০০ ডলার করে প্রত্যেককে দেওয়া হবে। মার্কিন মুলুকে ব্যবসা গতি পেয়েছে শুধুমাত্র শুল্ক লাগু করার জন্যই।’
দ্বিতীয় মেয়াদে একের পর এক কাজ করে ট্রাম্প বিতর্কে জড়িয়েছেন। মার্কিন নাগরিকেরা তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ। এমনকী রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে! সে’সব দমাতেই কি ট্রাম্প খয়রাতির রাজনীতির পথে হাঁটছেন।