LIVE ১০/১১ দিল্লি বিস্ফোরণ : গ্রেপ্তার আরও এক, শ্রীনগর থেকে ধরা পড়লেন ডাক্তার তাজামুল মালিক

November 10, 2025 | 4 min read
Published by: Saikat

 

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি। ঐতিহাসিক লালকেল্লার সামনে একের পর এক তিনটি গাড়িতে বিস্ফোরণ, মুহূর্তে আতঙ্কে ছড়াল চারদিক। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন, আহত বহু। পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনআইএ ও এনএসজি দল। শুরু হয়েছে তল্লাশি ও ফরেনসিক তদন্ত। প্রতি মুহূর্তের আপডেট জানতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গি-তে।

১১:৫০: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার আরও এক। শ্রীনগর থেকে ধরা পড়লেন ডাক্তার তাজামুল মালিক।

২০:৪৮: দিল্লির আত্মঘাতী গাড়ি বোমা হামলায় যুক্ত থাকার সন্দেহে জম্মু-কাশ্মীরের শোপিয়ান থেকে ইরফান আহমেদ ওয়াগে ওরফে মৌলবি ইমামকে গ্রেপ্তার করেছে কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর ও শ্রীনগর পুলিশ। তার বাড়ি থেকে পাঁচটি মোবাইল উদ্ধার হয়েছে। স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

১৯:০০: মঙ্গলবার ফরিদাবাদের সেক্টর ৫৬-এ ক্রাইম ব্রাঞ্চের তল্লাশি অভিযানে মিলল প্রায় ৫০-৬০ কেজি বিস্ফোরক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।

১৭:০৬:  দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণকান্ডে সন্দেহভাজন গাড়িচালক উমর মহম্মদের পরিচয় নিশ্চিত করতে তাঁর মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। পুলওয়ামায় তাঁর বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ফরিদাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে তল্লাশি।

১৬:৫৬:  দিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছে। জানা গেছে, কাল বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠক, যার নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৪:২৯: নিরাপত্তা ও তদন্তের স্বার্থে ১৩ নভেম্বর পর্যন্ত লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তদন্তকারীরা। লালকেল্লার নিকটবর্তী মেট্রো স্টেশন ও চাঁদনি চক মার্কেট বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। নিরাপত্তার চাদরে গোটা রাজধানী।

১৪:২০: লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি বিআর গভাই (B R Gavai)। তিনি বললেন, “এই ঘটনা কাপুরুষোচিত ও নির্মম। গতকাল দিল্লিতে যে কাপুরুষোচিত ঘটনা ঘটেছে, তা নিয়ে আমরা সবাই ব্যথিত। লালকেল্লার বাইরে গাড়ি বিস্ফোরণে যে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।”

১৪:১৫: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চলছে ধরপাকড়। মঙ্গলবার দুপুরে আরও এক চিকিৎসক সাজাদ আহমেদ মোল্লাকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।

 

ভুটানের থিম্পুর এক অনুষ্ঠানমঞ্চ থেকে মোদী বলেন, ‘‘আজ আমি ভারাক্রান্ত মনে এখানে এসেছি। কাল সন্ধ্যায় দিল্লির ভয়াবহ ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে। কাল সারারাত ধরে আমি সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তদন্তে প্রাপ্ত তথ্যগুলি নিয়ে আলোচনা চলছিল। আমাদের তদন্ত সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। যারা যারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না।’’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’’

দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমাদের রাজধানীর প্রাণকেন্দ্রে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের ওপরই আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব বর্তায়। তাহলে, নিরাপত্তায় এত বড় ত্রুটি কীভাবে হতে পারে? গতকাল সকালে হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক এবং একটি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনাগুলি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সতর্কতার অবনতি আরও স্পষ্ট করে তুলছে যা বেশ উদ্বেগজনক। সত্য উদঘাটন এবং দোষীদের জবাবদিহি করার জন্য, প্রয়োজনে আদালতের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”

https://x.com/abhishekaitc/status/1988074473954890128?s=20

স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের কর্তব্য ভবনে আজ সকাল ১১টায় উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন (Govind Mohan), গোয়েন্দা দপ্তর (আইবি)-এর ডিরেক্টর, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র ডিরেক্টর জেনারেল, দিল্লি পুলিশের কমিশনার এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।

লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গিযোগের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। ফরিদাবাদে উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে এর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই উঠে এসেছে পুলওয়ামার এক চিকিৎসক উমরের নাম। সিসিটিভি ফুটেজে তাঁকেই দেখা গিয়েছে বলে দাবি সংবাদমাধ্যমের, যদিও পুলিশ এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

২৩:৩৫: অবশেষে মহম্মদ সলমন নামে এক যুবককে আটক করল পুলিশ। তিনিই আই-২০ গাড়ির মালিক বলে জানা গিয়েছে।

২২:৪০: দিল্লি পুলিশের মতে, লালকেল্লার সামনে সিগন্যালে ধীর গতিতে আসা একটি হুন্ডাই আই২০ গাড়িতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আশপাশের ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির নম্বর হরিয়ানার, মালিক নাদিম নামে এক ব্যক্তি। নাশকতার আশঙ্কা থাকলেও পুলিশ এখনই আত্মঘাতী হামলার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না।

২২:২৯: লালবাজার থেকে সব থানাকে সতর্কবার্তা পাঠিয়েছে কলকাতা পুলিশ। বিভিন্ন হোটেল ও লজে তল্লাশি চালিয়ে আবাসিকদের তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি, মেট্রো স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নজরদারি চলছে।

২১:৩২: সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “আজ সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ দিল্লির লালকেল্লার কাছে সুভাষ মার্গ ট্র্যাফিক সিগন্যালের কাছে একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কয়েকজন পথচারী আহত হয়েছেন এবং কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কিছু মানুষের প্রাণহানিও ঘটেছে। বিস্ফোরণের খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এবং দিল্লি স্পেশাল ব্রাঞ্চের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বর্তমানে এনএসজি, এনআইএ এবং এফএসএল-এর দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে। কাছাকাছি এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আমি দিল্লি পুলিশের কমিশনার এবং স্পেশাল ব্রাঞ্চের ইনচার্জের সঙ্গে কথা বলেছি। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। কোনও দিকই উপেক্ষা করা হবে না। খুব শিগগিরই আমরা তদন্তের ফলাফল জনসাধারণের সামনে তুলে ধরব। আমি অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে যাচ্ছি এবং তারপর আহতদের দেখতে হাসপাতালে যাব।”

২১:৩০: আহতদের দেখতে লোকনায়ক হাসপাতালে পৌঁছে দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

২০:৫৭: প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। লালকেল্লা চত্বরে মুহূর্তে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। পুলিশ ও দমকলের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলেছে দিল্লি পুলিশ, শুরু হয়েছে ফরেনসিক ও গোয়েন্দা তদন্ত।

২০:৫০: ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর বিশেষ দল। প্রাথমিক তদন্তে অনুমান, বিস্ফোরণে ব্যবহৃত হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক-সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট।

২০:৪৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাটির বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। সূত্রের খবর, ঘটনার পরেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

২০:৪০: উল্লেখযোগ্যভাবে, সোমবারই হরিয়ানার ফরিদাবাদে এক চিকিৎসকের বাড়ি থেকে প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটায় গোয়েন্দাদের সন্দেহ, দুটি ঘটনার মধ্যে যোগ থাকতে পারে।

২০:৩৫: ঘটনার পরেই দেশের সমস্ত বড় শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বই, কলকাতা-সহ দেশের সমস্ত বড় শহরগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। কলকাতা শহরজুড়ে ‘নাকা-চেকিং’ অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। উত্তরপ্রদেশেও জারি করা হয়েছে লাল সতর্কতা।

২০:৩০: রাজধানী দিল্লিতে ভয়াবহ জঙ্গি হামলা! সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা ১০ গাড়িগুলি। ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু মানুষ। আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীতে ফের জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen