ম্যাড়ম্যাড়ে পুজোর বাজার, ভিড় হলেও বিক্রি কম

নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান সর্বত্রই ব্যবসায়ীরা কার্যত মাছি তাড়িয়েছেন। গত দু-তিন দিনে অবশ্য বিক্রি-বাটা কিছুটা বেড়েছে।

October 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মেরেকেটে আর মাত্র দিন দশেক। তারপরই দুর্গাপুজো। কিন্তু এবছর করোনাকালে প্রাক-পুজোর আমেজ কিছুটা হলেও ফিকে। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় হাত কামড়াচ্ছেন ব্যবসায়ীরাও। মাস খানেক ধরে পুজোর বাজারে এমনিতেই ভিড় কম ছিল। নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান সর্বত্রই ব্যবসায়ীরা কার্যত মাছি তাড়িয়েছেন। গত দু-তিন দিনে অবশ্য বিক্রি-বাটা কিছুটা বেড়েছে।

কিন্তু সেটা কি যথেষ্ট? রবিবার শহরের বিভিন্ন বাজার ঘুরে বিক্রেতাদের এই প্রশ্নটাই করা হয়েছিল। যদিও কারও কাছ থেকেই ইতিবাচক উত্তর মেলেনি। যেমন, এদিন মোটামুটি জমজমাট ছিল এসপ্ল্যানেড-নিউ মার্কেট চত্বর। যেটা ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন বা গত রবিবারও ছিল না। কিন্তু ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে বিক্রি হচ্ছে তো? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়লেন কাপড় ব্যবসায়ী, ‘আরে দাদা! আপনারা তো দেখাচ্ছেন ভিড় হচ্ছে। করোনা বাড়ছে। কিন্তু আমাদের পেটের কথা একবার ভেবে দেখেছেন?’ তাঁর কথার খেই ধরে পাশ থেকে আরেক দোকানি বললেন, ‘গত তিন-চার ধরে এই ভিড় শুরু হয়েছে। তার আগে তো কিছুই ছিল না। ব্যবসার প্রায় ৬০ শতাংশ চৌপাট। এখন এই সপ্তাহে যদি একটু লক্ষ্মীর মুখ দেখা যায়, সেই আশায় আছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen