দিল্লি বিস্ফোরণের পর কলকাতায় কড়া নজরদারি, রাস্তায় শুরু নাকা চেকিং

November 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০:  দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পরেই হাই অ্যালার্ট কলকাতায়। লালবাজার থেকে কলকাতা পুলিশের সবক’টি থানাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে খবর। বিশেষ করে মেট্রো সংলগ্ন এলাকাতে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা মেট্রোতেও। অন্যদিকে নাকা চেকিং এবং পেট্রোলিংয়েও জোর দেওয়ার কথাও লালবাজারের তরফে বলা হয়েছে বলে সূত্রের খবর।

পাশাপাশি, অনুসন্ধান শুরু হয়েছে শহরের বিভিন্ন হোটেল এবং লজগুলিতে। সেখানকার আবাসিকদের সম্পর্কিত বিভিন্ন তথ্য পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে শুরু হয়েছে বিশেষ নজরদারি। বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে মেট্রো স্টেশনগুলিতে।

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের সামনেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে, এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে। লালকেল্লার অদূরেই চাঁদনি চক এলাকায় মেট্রো স্টেশনের সামনে ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen