Weather Update: ভোরবেলা আর রাতে শীতের আমেজ সঙ্গে কুয়াশার দাপট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভোরবেলা আর রাতে শীতের আমেজ থাকবে, সঙ্গে থাকবে কুয়াশা। উপকূলের জেলাগুলোয় কুয়াশা পড়ার সম্ভাবনা বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়ায় ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যাবে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ৫ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও রাতের ঠান্ডা একই রকম থাকবে। আজ থেকে শনিবার পর্যন্ত ভোর আর রাতের সময় শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হবে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট থাকছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের আটটি জেলা শীতের অনুভূতি পেতে শুরু করেছে । ভোরে কুয়াশার দাপট যথেষ্ট থাকছে । উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।