SIR ফর্মে আবশ্যক নয় ছবি, জানাল নির্বাচন কমিশন

November 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: বাংলায় শুরু হয়েছে SIR। বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার রাত পর্যন্ত প্রায় ৬ কোটি ফর্ম বাড়ি বাড়ি বিলি করা হয়েছে। ফর্মের একেবারে উপরে ছাপা রয়েছে ভোটারের ছবি। পাশে সাম্প্রতিককালের এক কপি পাসপোর্ট সাইজ ছবি আটকানোর কথা বলা হয়েছে। জল্পনা চলছে, ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা রঙের। ছবি তুলতে ফের বাঙালি স্টুডিওমুখী হয়েছে। এ ধারণা সম্পূর্ণ ভুল। এনিউমারেশন ফর্মে ছবি দিতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা পর্যন্ত নেই। সোমবার তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের অফিসের তরফে।

এক পদস্থ কর্তা জানান, ‘SIR-র এনিউমারেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই ছবি দেওয়া বাধ্যতামূলক। আমরাও জানিয়ে দিতে চাই যে এই বিষয়টি ঐচ্ছিক। অর্থাৎ ছবি দিতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। যাঁর ইচ্ছা তিনি ছবি দিতেই পারেন। সেক্ষেত্রে আমরা কিছু বলব না।’ ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে ভাল হয় বলেও জানিয়েছেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, এই তালিকাকে ভিত্তি করে ভোটার কার্ড তৈরি হবে না।

SIR ঘিরে বাড়ছে আতঙ্ক। অনেকেরই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে নামের বানানে মিল নেই। তাঁদের অনেকে কর্মসূত্রে ভিনরাজ্য বা ভিনদেশের বাসিন্দা। দুই কার্ডের মিল না-থাকায় অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না তাঁরা। শনিবার থেকে পরিষেবা শুরুর পর বিগত তিন দিনে অনলাইনে মাত্র এক লক্ষ ফর্ম জমা পড়েছে। আজকের যুগে অনলাইনে সংখ্যা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। কমিশন অবশ্য এই নিয়ে আতঙ্কিত না-হওয়ার আর্জি জানিয়েছে। বৈধ ভোটার হলে খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিংয়ে ডাকলে উপযুক্ত নথি দেখালে নাম বাদ পড়ার আশঙ্কা থাকবে না। পরবর্তীতে ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen